ঢাকা, ৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ২০ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বিনোদন

সিসিএল বয়কট করলেন রাজ রিপা

স্টাফ রিপোর্টার

(২ মাস আগে) ৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ৮:২৮ অপরাহ্ন

mzamin

দেশে প্রথমবারের মতো আয়োজিত সেলিব্রেটি ক্রিকেট লীগে মারামারির ঘটনার পর থেকে প্রতিবাদী ভূমিকায় রয়েছেন চিত্রনায়িকা রাজ রিপা। ঘটনার পর পরই গণমাধ্যমের সামনে বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগও এনেছিলেন তিনি। এবার তিনি প্রকাশ করেছেন হামলার ভিডিও। ইঙ্গিতটা অভিনেতা শরিফুল রাজের দিকে। নিজের ফেসবুকে আজ মঙ্গলবার একটি ভিডিও প্রকাশ করেন রাজ রিপা। ভিডিওতে দেখা যায়, আগ্রাসী ভঙ্গিতে ব্যাট হাতে তেড়ে যাচ্ছেন কালো ক্যাপ পরা এক ব্যক্তি। তাকে কয়েকজন মিলেও থামাতে পারছে না। বেশ কষ্ট করেই তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। 

ভিডিওটির ক্যাপশনে রাজ রিপা  লিখেছেন, জনগণের দেখা উচিত, মাথায় কালো ক্যাপ, হাতে ব্যাট নিয়ে মারতে আসা হিরোটি কে? যাকে ৫-৬ জন মিলে ঠেকাতে পারছিল না। আমার নামের সাথেও কিছুটা মিল আছে। এদিকে সিসিএল ব্যক্তিগতভাবে বয়কট করেছেন রাজ রিপা।

বিজ্ঞাপন
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ব্যক্তি আমি রাজ রীপা। সিসিএল বয়কট করলাম। আর যাই হোক এ জীবনে সিসিএল এ আমি আর খেলছি নাহ। যেখানে সিন্ডিকেট  আছে সেখানে আমি নাই। ব্যক্তিগত ভাবে আমি নিজেই বয়কট করলাম। 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের মধ্যে খেলা চলাকালীন মাঠে চরম উত্তেজনা বিরাজ করে। মাঠের বাইরে থাকা দুইদলের সতীর্থদের মধ্যেও ছড়িয়ে পড়ে এই উত্তাপ। এরপর দুই পক্ষের শুরু হয় হাতাহাতি। রাত সাড়ে ১১টার দিকে গিয়ে দ্বিতীয় দফায় শুরু হয় মারামারি। এতে আহত হন শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ। পরবর্তীতে দুই দলের মধ্যে সমঝোতা করে সিসিএল  সাময়িক স্থগিত ঘোষণা করা হয়।

বিনোদন থেকে আরও পড়ুন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status