ঢাকা, ১৬ অক্টোবর ২০২৪, বুধবার, ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রবিউস সানি ১৪৪৬ হিঃ

খেলা

‘এবারও ভারতকে হারাতে পারবে না পাকিস্তান’

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ১২:৫৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:১০ অপরাহ্ন

mzamin

ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে এখনো ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ওয়ার্ল্ডকাপের নতুন আসরে সেই সুযোগ থাকছে ‘ম্যান ইন গ্রিন’দের। তবে ভারতের সাবেক ব্যাটার বীরেন্দর শেবাগের বিশ্বাস পাকিস্তানের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখবে রোহিত-কোহলিরা।

৫ই অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। ৬ই অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে পাকিস্তান। ৮ই অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। আর ১৪ই অক্টোবর মঞ্চায়ন হবে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। স্টার স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে শেবাগ বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে ভারতের রেকর্ড অসাধারণ, বিশেষ করে ওয়ানডে বিশ্বকাপে। এখন পর্যন্ত তাদের মোকাবিলায় একটি ম্যাচও আমরা হারিনি।’
ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত ৭ বার দেখা হয়েছে পাকিস্তান ও ভারতের। এতে শতভাগ সাফল্য ভারতীয়দের। একটি ম্যাচও জিততে পারেনি পাকিস্তান। বীরেন্দর শেবাগ বলেন, ‘আশা করি এই রেকর্ডটি অব্যাহত থাকবে। পাকিস্তানের বর্তমান দলটি বেশ শক্তিশালী। তবে এশিয়া কাপে আমরা তাদের ছাড়িয়ে গিয়েছি।’ এশিয়া কাপের গ্রুপপর্ব এবং সুপার ফোর মিলিয়ে মোট দুইবার দেখা হয় ভারত ও পাকিস্তানের। বৃষ্টির কারণে গ্রুপপর্বের ম্যাচটি পরিত্যক্ত হয়। আর সুপার ফোরে পাকিস্তানকে ২২৮ রানের বড় ব্যবধানে হারায় ভারত। সেই ম্যাচে পাকিস্তানকে ৩৫৭ রানের টার্গেট দেয় রোহিত শর্মারা। জবাবে ভারতীয়দের বোলিং তোপে মাত্র ১২৮ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। 

ভারত-পাকিস্তানের রাউন্ড রবিন লীগের ম্যাচটি মঞ্চস্থ হবে পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট গ্রাউন্ড আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। শেবাগ বলেন, ‘আমি চাই, (শতভাগ জয়ের) এই রেকর্ডটি অটুট থাকুক, বিশেষ করে দল যেহেতু আহমেদাবাদে পাকিস্তানের মুখোমুখি হবে। আশা করছি, ১ লাখ দর্শক এখানে খেলা দেখতে উপস্থিত হবেন। ম্যাচটি উত্তেজনাপূর্ণ হবে।’
ওয়ানডে বিশ্বকাপে ভারত এগিয়ে থাকলেও এই ফরম্যাটের সবসময়ের ‘হেড টু হেড’ পরিসংখ্যানে এগিয়ে পাকিস্তান। এখন পর্যন্ত মোট ১৩৪টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এতে ৭৩ জয় পাকিস্তানের। ৫৬ জয় ভারতের। আর ৫টি ম্যাচের কোনো ফল হয়নি।

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে তুলনামূলক কম শক্তির দলগুলোর উত্থান কামনা করছেন বীরেন্দর শেবাগ। তবে সেই উত্থানের বলি যেন ভারত না হয়, সেই প্রত্যাশাও করছেন তিনি। শেবাগ বলেন, ‘তুমুল লড়াই হোক, অপ্রত্যাশিত প্রতিযোগীরা উঠে আসুক- আমি চাই এই বিশ্বকাপে এমন কিছু ঘটুক। এমন কিছু হোক যা সবাইকে অবাক করে দিবে। তবে আমি চাই না ভারত কোনো বিপর্যয়ে পড়ুক।’
শেবাগ বলেন, ‘আমি চাই আফগানিস্তান পাকিস্তানকে হারিয়ে দিক। অস্ট্রেলিয়া পরাস্ত হোক নিউজিল্যান্ডের কাছে কিংবা ইংল্যান্ড হেরে যাক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আর তাহলেই বিশ্বকাপ দেখতে রোমাঞ্চকর মনে হবে।’

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

বিবিসি’র বিশেষ প্রতিনিধির চোখে/ বাংলাদেশের জন্য ভারত ‘মাইন্ড ব্লক’

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status