বিনোদন
বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আইয়ের জন্মদিন পালন
স্টাফ রিপোর্টার
৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার
‘হৃদয়ে বাংলাদেশ’কে ধারণ করে ২৫ বছরে পদার্পণ করলো দেশের প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’। পথচলার ২৪ বছর পূর্ণ করে ১লা অক্টোবর থেকে ২৫ বছরের পথচলা শুরু করেছে চ্যানেলটি।
প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহর রাত ১২.০১ মিনিটে কেক কাটার মধ্যদিয়ে জন্মদিন উদ্যাপন শুরু হয়। এরপর সকাল ১১.০৫ মিনিটে লাল-সবুজ বেলুন উড়িয়ে ও কেক কেটে দিনব্যাপী বর্ণিল আয়োজনে উদ্বোধন করা হয়। চ্যানেল আই প্রাঙ্গণে কেক কাটায় সমাজের বরেণ্যজনদের সঙ্গে উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, পরিচালক পর্ষদ সদস্য মুকিত মজুমদার বাবু এবং জহিরউদ্দিন মাহমুদ মামুন। এর আগে কোটি মানুষের ভালোবাসা সঙ্গে নিয়ে ২৫শে পা রাখার প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে চ্যানেল আই পরিবারের সদস্যরা প্রখ্যাত ব্যক্তিদের সঙ্গে নিয়ে কেক কেটে জন্মদিনের শুভেচ্ছা ভাগ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকসহ বিশিষ্টজনেরা। দিনব্যাপী চ্যানেল আই প্রাঙ্গণে দৃষ্টিনন্দন পরিবেশে আগত অতিথিরা উপভোগ করেন সরাসরি অনুষ্ঠানে গান, নাচ, আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনা। চ্যানেল আইকে শুভেচ্ছা জানাতে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ, শিল্পপতি, শিক্ষাবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, অভিনয়শিল্পী, সংগীতশিল্পী, সুশীল সমাজসহ বিশিষ্টজনেরা। এ উপলক্ষে ক্রোড়পত্র প্রকাশ করেছে দেশের জাতীয় দৈনিকসহ জেলাভিত্তিক সংবাদপত্রগুলো। সন্ধ্যা ৭টায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এর অংশগ্রহণে কেক কেটে চ্যানেল আই এর জন্মদিন অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা।