বিনোদন
নাটকপাড়ায় উৎসবের আমেজ
সুজন নাজির
৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার
দেশের নাটকপাড়ায় চলছে উৎসবের আমেজ। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে নানা ধরনের পরিবেশনার উৎসব। টানা ৩টি উৎসবের আয়োজন করেছে শিল্পকলা কর্তৃপক্ষ। পুতুলনাট্য, মুকাভিয়ন ও মঞ্চনাটক পরিবেশন করা হবে এ আয়োজনে। সরজমিন ঘুরে দেখা গেছে, নানা বয়স ও শ্রেণি-পেশার দর্শকদের আনাগোনায় ভরপুর ছিল সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। বিশেষ করে পুতুলনাট্য উৎসব শুরু হওয়ার ফলে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সারা দেশে ১২ দিনব্যাপী ‘গণজাগরণের পুতুলনাট্য উৎসব’ ২৯শে সেপ্টেম্বর থেকে শুরু করেছে শিল্পকলা একাডেমি। শেষ হবে ১০ই অক্টোবর। এ উৎসবটি সারা দেশের স্কুল-কলেজ, জেলা পরিষদ ও জেলা শিল্পকলা মিলনায়তনেও প্রদর্শিত হচ্ছে। এদিকে গণজাগরণের শিল্প আন্দোলন শিরোনামে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে আজ থেকে ৩ দিনব্যাপী ‘গণজাগরণের মুকাভিনয় উৎসব’ শুরু হচ্ছে। চলবে ৫ই অক্টোবর পর্যন্ত। প্রতিদিন মুকাভিনেতারা সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত অভিনয় করবেন। অন্যদিকে ৬ই অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব-২০২৩’। এ উৎসবে বাংলাদেশ ও ভারতের মোট ৪৪টি নাটক প্রদর্শিত হবে। নাটকগুলো শিল্পকলা একাডেমির মূল হল, পরীক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল, বেইলী রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম হল ও শিল্পকলার মুক্তমঞ্চে প্রতিদিন বিকাল থেকে রাত অবধি প্রদর্শিত হবে। এখানে মঞ্চনাটক, পথনাটক ও পালানাটক প্রদর্শিত হবে। উৎসব শেষ হবে ১৭ই অক্টোবর। এ ছাড়া সারা দেশের ৬৪ জেলার শিল্পকলা একাডেমির রেপার্টরী নাট্যদলগুলো ‘চিরায়ত বাংলা নাটক মঞ্চায়ন’ শিরোনামে নিয়মিত নাটক প্রদর্শনী করছে। দেশের বাংলা নাটকের প্রথিতযশা নাট্যকারদের নাটক প্রদর্শিত হচ্ছে এ আয়োজনে। যে জেলাতে যে নাট্যকারের বাড়ি সেখানে তাদের নাটকগুলো মঞ্চায়নে প্রাধান্য দেয়া হয়েছে।