বিনোদন
গাড়ি চাপা দিয়ে মারার অভিযোগ, অভিনেতা গ্রেপ্তার
বিনোদন ডেস্ক
(১ বছর আগে) ২ অক্টোবর ২০২৩, সোমবার, ৪:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনার জেরে গ্রেপ্তার করা হলো ভারতের এক কন্নড় অভিনেতাকে। তার নাম নাগাভূষণ। এ অভিনেতার বিরুদ্ধে গাড়ি চাপা দিয়ে এক দম্পতিকে পিষ্ট করার অভিযোগ উঠেছে। হাসপাতালে নেওয়ার পর তাদের একজনের মৃত্যু হয়। অন্যজনও শঙ্কায় আছেন। শনিবার বেঙ্গালুরুতে বসন্তপুরের রাস্তা ধরে উত্তরহল্লি থেকে কোনানাকুন্তের দিকে যাচ্ছিলেন অভিনেতা নাগাভূষণ। গাড়ি চালাচ্ছিলেন নিজেই। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ি ফুটপাতে উড়ে পড়ে ধাক্কা মারে পথচলতি এক বয়স্ক দম্পতিকে। ওই দম্পতি নির্দিষ্ট নিয়ম মেনে ফুটপাত দিয়েই হাঁটছিলেন এমনটা জানা যাচ্ছে। ঘটনায় গুরুতর আহত হন তারা। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শোনা যাচ্ছে, একটি অটো-রিকশা করে, অভিনেতাই ওই দম্পতিকে হাসপাতালে নিয়ে যান। তবে শেষরক্ষা হয়নি। হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৪৮ বছরের ওই মহিলার। এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৫৮ বছর বয়সী ওই মহিলার স্বামী। যদিও তাকে এখনও পর্যন্ত সংকটমুক্ত বলা যাচ্ছে না। তার মাথায়, পেটে ও পায়ে গুরুতর আঘাত লেগেছে। ঘটনায় ইতিমধ্যেই অভিনেতাকে গ্রেফতার করা হয়েছে। অভিনেতা গাড়ি চালানোর সময় নেশাগ্রস্ত ছিলেন কি না সে নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ শোনা যাচ্ছে, ওই দম্পতিকে ধাক্কা মেরেও থামেনি অভিনেতার গাড়ি। এরপরে সোজা বেরিয়ে গিয়ে গাড়িটি ধাক্কা মারে বৈদ্যুতিক খুঁটিতে।