ঢাকা, ৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ২০ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

চীনের অর্থায়নে দক্ষিণপূর্ব এশিয়ায় প্রথম উচ্চগতির ট্রেন ইন্দোনেশিয়ায়

মানবজমিন ডেস্ক

(২ মাস আগে) ২ অক্টোবর ২০২৩, সোমবার, ২:৫৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৫৫ অপরাহ্ন

mzamin

দক্ষিণপূর্ব এশিয়ায় উচ্চ গতিসম্পন্ন প্রথম ট্রেন চালু হয়েছে ইন্দোনেশিয়ায়। প্রেসিডেন্ট জোকো উইডোডো সোমবার এর উদ্বোধন করেন। এতে অর্থায়ন করেছে চীন। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে এটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই ট্রেনলাইন চালু হওয়ার ফলে দেশটির গুরুত্বপূর্ণ দুটি শহরের মধ্যে সংযোগ সৃষ্টি হলো এবং যোগাযোগ সহজ হলো। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। 

এতে আরও বলা হয়, প্রকল্পটি বাস্তবায়নে বিলম্ব হয় এবং তাতে এর খরচ বেড়ে যায়। এর বাণিজ্যিক সুবিধা নিয়ে সংশয় প্রকাশ করেছেন কিছু পর্যবেক্ষক। কিন্তু তা উপেক্ষা করে ১৪২ কিলোমিটারের এই রেললাইন সম্পন্ন করেছেন প্রেসিডেন্ট উইডোডো। রোববার পরিবহন মন্ত্রণালয় থেকে অপারেশন চালানোর লাইসেন্স ইস্যু করা হয়। 

৭৩০ কোটি ডলারের এই প্রকল্পে বেশির ভাগ বিনিয়োগ চীনের। নির্মাণ করেছে পিটি কেরেটা সেপাত ইন্দোনেশিয়া-চায়না।

বিজ্ঞাপন
সংক্ষেপে এটি পিটি কেসিআইসি নামে পরিচিত। এটি একটি যৌথ উদ্যোগ। এতে যুক্ত আছে ইন্দোনেশিয়ার চারটি রাষ্ট্রমালিকানাধীন কোম্পানি ও চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড। এই রেললাইন রাজধানী জাকার্তাকে যুক্ত করেছে বান্দুং-এর সঙ্গে। বান্দুং হলো পশ্চিম জাভা প্রদেশের জনবহুল রাজধানী। বর্তমানে এই দুটি শহরের মধ্যে চলাচলে সময় লাগে তিন ঘন্টা। কিন্তু রেল চলাচল শুরু হওয়ার ফলে সেই সময় প্রায় ৪০ মিনিটে নেমে এসেছে। এতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়েছে বিদ্যুৎ। ফলে এ প্রকল্প কার্বন নিঃসরণ কমিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।  

এই রেলপথের উদ্বোধন করে প্রেসিডেন্ট উইডোডো বলেছেন, এটি ইন্দোনেশিয়ার প্রথম উচ্চ গতিসম্পন্ন রেলওয়ে। একইসঙ্গে দক্ষিণপূর্ব এশিয়ায়ও প্রথম উচ্চগতির রেল। এর গতিবেগ ঘন্টায় ৩৫০ কিলোমিটার। প্রেসিডেন্ট বলেন, জাকার্তা-বান্দুং উচ্চগতির রেল আমাদের পরিবহন খাতে আধুনিকতার প্রমাণ, যা একইসঙ্গে কার্যকর ও পরিবেশবান্ধব। 

এর আগে ১৩ই সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে ২৫ মিনিটের জন্য চালানো হয়েছিল এই ট্রেন। উচ্চ গতির হওয়া সত্ত্বেও এর ভিতর বসে বা হেঁটে স্বাচ্ছন্দ্যবোধ করেছেন তখন প্রেসিডেন্ট। এ মাসের শুরুর দিকে ওই পরীক্ষামূলক রাইডের সময় এর সুখ অনুভব করেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। ওই সময় তিনি তিন দিনের জন্য জাকার্তা সফর করছিলেন আসিয়ানের সম্মেলন উপলক্ষে।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

মহাসচিবের মুখপাত্রের ব্রিফিং/ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ

হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট/ বাংলাদেশে নির্বাচনের আগে চলছে সহিংস দমন–পীড়ন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status