বিনোদন
‘লেকু’ নাটকে অভিনব ফারহান
স্টাফ রিপোর্টার
২ অক্টোবর ২০২৩, সোমবার
গত কয়েক বছর ধরেই ভিন্ন ভিন্ন চরিত্রে দর্শকদের সামনে এসেছেন চলতি প্রজন্মের মেধাবী অভিনেতা মুশফিক আর ফারহান। প্রতিটি চরিত্রেই নিজেকে ভাঙতে পছন্দ করেন তিনি। নিজের অভিনয়ের দারুণ ম্যাজিক তিনি সম্প্রতি ছড়িয়েছেন ‘লেকু’ শিরোনামের নাটকে। মাহমুদ মাহিন পরিচালিত এ নাটকটি প্রকাশ্যে এসেছে সুলতান এন্টারটেইনমেন্টের ব্যানারে। নাটকে এমন এক গ্রামের তরুণের ভূমিকায় তাকে দেখা গেছে যিনি কিছু সময় পরপর পাগল হয়ে যান। এমন চরিত্রে অভিনয় করতে গিয়ে ফারহান কতোটা শ্রম দিয়েছেন সেটা যারা নাটকটি দেখেছেন তারাই বলতে পারবেন। নাটকে অভিনয় করতে অনেকটা সময়ই ফারহানকে থাকতে হয়েছে পানিতে। কারণ পাগল হলে তাকে পুকুরে নামিয়ে বেঁধে রাখা হয়। পাগলামির একপর্যায়ে দেখা যায় তিনি একটি তাজা মাছ চিবোচ্ছেন। এমনকি চিংড়ি মাছটিকে নড়তেও দেখা যায় সে সময়। চরিত্রকে ফুটিয়ে তুলতে সব সময়ই অভিনব কিছু করতে দেখা যায় ফারহানকে। এ নাটকের পুরোটা জুড়েই তার ছাপ ছিল। মুশফিক আর ফারহানের বিপরীতে দেখা গেছে সামিরা খান মাহিকে। প্রেমের মুহূর্তগুলোতে ফারহানকে যেমন রোমান্টিক মনে হয়েছে, তেমনি পাগল হয়ে যাওয়ার মুহূর্তগুলোকে বিশ্বাসী করে তুলতে ফারহান যা যা করার তাই করেছেন। এ বিষয়ে মানবজমিনকে ফারহান বলেন, ‘লেকু’ নাটকটি আমার মনের খুব কাছের। চেষ্টা করি যেকোনো কাজেই নিজের শতভাগ দিতে। এমন কিছু করার চেষ্টা থাকে যেটা মানুষের মনে গেঁথে থাকে। ‘লেকু’ নাটকেও সেটা করেছি। বিপরীতে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের যে ভালোবাসা পাচ্ছি সেটা বলার মতো না। নাটকটি করতে গিয়ে সত্যি সত্যি তাজা মাছ চিবিয়েছেন? এটা কীভাবে সম্ভব হলো? ফারহান বলেন, অনেকেই প্রশ্নটি করছে। হ্যাঁ, সত্যি তাজা মাছ চিবিয়েছি। আসলে পরিচালকের ডিমান্ড ও দর্শক যেন উপভোগ করে এমন কিছু করতে চেয়েছি। দৃশ্যটির জন্য অনেকেই বাহবা দিচ্ছেন, প্রশংসা করছেন। সত্যি বলতে প্রতিটি নাটকেই নিজেকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরতে চাই। এ ধারা অব্যাহত থাকবে।