বিনোদন
বেগম রোকেয়াকে নিয়ে সিনেমা
স্টাফ রিপোর্টার
২ অক্টোবর ২০২৩, সোমবার
বাংলার নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়াকে নিয়ে তৈরি হয়েছে অ্যানিমেটেড চলচ্চিত্র। এটি নির্মাণ করা হয়েছে স্পেনে। যা নির্মাণ করেছেন সে দেশের অ্যানিমেটর ইসাবেল হারগুয়েরার। পরিচালক বলেন, তৎকালীন বাংলার নারীসমাজ, বিশেষত মুসলিম নারী এবং সমাজব্যবস্থার একটা চমৎকার উদারণ বেগম রোকেয়া। আর সে কারণেই এর প্রতি আমার আগ্রহ জন্মায়। সিনেমাটি আগামী ১৭ই নভেম্বর স্পেন, ভারতসহ কিছু দেশে মুক্তি পাবে।