ঢাকা, ১২ মে ২০২৫, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

হবিগঞ্জে জি কে গউছের মুক্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে
১ অক্টোবর ২০২৩, রবিবার

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ জি কে গউছের মুক্তির দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি’র উদ্যোগে শহরের প্রধান সড়কে শায়েস্তানগর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলা বিএনপি ও ৮টি ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সদর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজলের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক শামছুল ইসলাম মতিন ও এডভোকেট আফজাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাজী নুরুল ইসলাম ও হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আজম উদ্দিন, পৌর বিএনপি’র সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, জনপ্রিয়তার কারণেই বিএনপি নেতা আলহাজ জি কে গউছ বারবার রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। মিথ্যা, সাজানো ও কাল্পনিক অভিযোগ এনে বারবার জি কে গউছের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে প্রায় ১৪শ’ দিন কারাভোগ করেছেন। জেল জুলুম নির্যাতনের মাধ্যমে জি কে গউছকে ধ্বংস করা যাবে না, থামিয়ে দেয়া যাবে না। কারণ জি কে গউছ জনগণের কল্যাণে রাজনীতি করেন।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status