বাংলারজমিন
চা বোর্ডের গবেষণা
দেশের মানুষ প্রতিদিন ১৪ কোটি ২৮ লাখ কাপ চা পান করে
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
১ অক্টোবর ২০২৩, রবিবার
দেশের মানুষ প্রতিদিন ১৪ কোটি ২৮ লাখ কাপ চা পান করেন। শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিসংখ্যান ও অর্থনীতি বিভাগের গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিসংখ্যান ও অর্থনীতি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শেফালী বুনার্জি বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলামের নির্দেশনায় এ নিয়ে কাজ শুরু করেন। দীর্ঘ এক বছরব্যাপী এ গবেষণায় দেশের ৬৪ জেলা থেকে এ বিষয়ে তথ্য সংগ্রহ করেন তিনি। গবেষণায় দেখা যায়, প্রতিদিন দেশের মানুষ ১৪ কোটি ২৮ লাখ কাপ চা পান করে থাকেন। শ্রীমঙ্গলে চা বোর্ড মিলনায়তনে আয়োজিত ‘চায়ের উৎপাদন, ভোগ ও রপ্তানি: বর্তমান অবস্থা ও সম্ভাবনা শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন কালে ড. শেফালী বুনার্জি এ বিষয়ে বিশদ বর্ণনা করেন। গত বুধবার দিনব্যাপী শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের অডিটোরিয়ামে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও বাংলাদেশ চা বোর্ডের সদস্য (গবেষণা ও উন্নয়ন) মো. কামরুল আমিন, বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক; টি ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান শাহ মঈনুদ্দিন হাসান; বাংলাদেশীয় চা সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য তাহসিন আহমেদ চৌধুরী। কর্মশালাটির সভাপতিত্ব করেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. ইসমাইল হোসেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পরিসংখ্যান) ড. শেফালী বুনার্জী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (কীটতত্ত্ব) ড. মোহাম্মদ শামীম আল মামুন। অনুষ্ঠানে প্যানেল আলোচক ছিলেন ড. মোহাম্মদ তাজ উদ্দীন, অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট; ড. মো. শাহ আলমগীর, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, এগ্রিকালচারাল ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট; মো. শাহজাহান, সিনিয়র ম্যানেজার, ন্যাশনাল ব্রোকার্স লিমিটেড; মো. আমিরুল হক খোকন, সভাপতি স্মল টি গার্ডেন অ্যান্ড টি ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ; মো. মোশারফ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, তেঁতুলিয়া টি কোম্পানি লিমিটেড। উক্ত কর্মশালায় বিটিআরআই, পিডিইউ’র বিজ্ঞানী ও কর্মকর্তা, চা শিল্পের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন স্তরের অংশীজনসহ মোট ৮০ জন অংশগ্রহণ করেন।