ঢাকা, ১২ মে ২০২৫, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

মুক্তিযুদ্ধের সংগঠক সৈয়দ সিরাজুল ইসলামের ১৮তম প্রয়াণ দিবস পালিত

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে
১ অক্টোবর ২০২৩, রবিবার
mzamin

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দ সিরাজুল ইসলামের ১৮তম প্রয়াণ  দিবস পালিত হয়েছে গত শুক্রবার। দিনটিতে তার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। যারমধ্যে রয়েছে ৪টি এতিমখানা ও দুঃস্থ পরিবারের মধ্যে খাবার বিতরণ, কোরআন খতমসহ বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় দোয়া মাহফিল এবং স্মৃতিচারণমূলক সভা। এসব কর্মসূচিতে তার পরিবারের সকল সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তার সুযোগ্য কন্যা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব, নরসিংদী জেলার সাবেক জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্র্রেট সৈয়দা ফারহানা কাউনাইন তার পিতার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ‘সৈয়দ সিরাজুল ইসলাম এক মহাকালের মহাকাব্য এবং সৌন্দর্যই সত্য এবং সত্যই সৌন্দর্য মর্মবাণীর মূর্তপ্রতীক। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গণপরিষদ সদস্য, বাংলাদেশের সংবিধান প্রণেতাদের একজন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সর্বোপরি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার অন্যতম কারিগর-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় সহযোদ্ধা।
সৈয়দ সিরাজুল ইসলাম ২০০৫ সালের ২৯শে সেপ্টেম্বর পরলোকগমন করেন। একজন আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু হলেও নীতি ও আদর্শিক মূল্যবোধে উজ্জীবিত- দেশপ্রেমিক সৈয়দ সিরাজুল ইসলাম একপর্যায়ে হয়ে উঠেন সমাজ সংস্কারক ও সমাজের  মধ্যমণি। মহান মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে দেশ তথা সমৃদ্ধশালী ব্রাক্ষণবাড়িয়া গড়ে তুলতে তিনি পালন করেন অগ্রণী ভূমিকা। ব্রাহ্মণবাড়িয়া জেলার গণমানুষের কাছে তিনি পথপ্রদর্শক ও অনুপ্রেরণা হিসেবে আবির্ভূত হন।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status