বাংলারজমিন
শ্রীপুরে চিকিৎসকের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন
শ্রীপুর (গাজীপুর ) প্রতিনিধি
১ অক্টোবর ২০২৩, রবিবার
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমীর বরকুল মাঝিপাড়া গ্রামের সরকারি কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক ওয়াহিদুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা ও ইউএনও বরাবর লিখিত অভিযোগ দায়ের ও মানববন্ধন করেছে এলাকাবাসী। প্রশাসন ও সংশ্লিষ্ট মহলে লিখিত অভিযোগ দায়েরের পর গতকাল বিকালে বরকুল মাঝিপাড়া সড়কে মানববন্ধন করেন। বিভিন্ন পেশার মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে ক্লিনিকটির জমিদাতা মো. জালাল উদ্দিন জানান, স্বাস্থ্যসেবার জন্য জমি দান করেছি। এখন জনগণ সেই সেবা পাচ্ছে না। ডাক্তার ওয়াহিদুল ক্লিনিকে আসেন সাড়ে ১১টার দিকে এবং ১টার দিকে চলে যান। অনেক রোগী ডাক্তার দেখাতে না পেরে ঘুরে যায়। মাঝিপাড়ার ফাইজুল হক ও মোফাজ্জল হোসেন জানান, ক্লিনিকে জনবল নিয়োগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি রয়েছে। এই ক্লিনিকের চিকিৎসক ডা. ওয়াহিদুলের স্ত্রীকে সুকৌশলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সহকারী (হেলথ কেয়ার প্রোভাইডার) পদে নিয়োগ দেয়া হয়েছে। তার শ্যালককেও অন্য আরেকটি ক্লিনিকে চাকরি দেয়া হয়।
ইউএনও, স্বাস্থ্য কমপ্লেক্স ও থানায় দায়ের করা প্রায় শতাধিক লোকের স্বাক্ষরিত অভিযোগে উল্লেখ করেন, এলাকার অসহায় ও দরিদ্র রোগীরা উক্ত ক্লিনিকে গিয়ে ডাক্তার না পেয়ে এবং ক্লিনিক বন্ধ দেখে বিনা চিকিৎসায় ফিরে আসে। এলাকাবাসী জানতে চাইলে ডাক্তার খারাপ ব্যবহার করেন। বহিরাগত লোকজনদের নিয়ে বাড়িতে দিন-রাত বৈঠক করেন। তার বসতবাড়িতে আল ইকরা সমাজসেবা সংঘ নামে একটি প্রতিষ্ঠান তৈরি করেন। ডাক্তার ওয়াহিদুল তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করে জানান, স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে কিছু লোককে উস্কে দিয়ে কেউ আমার বিরোধিতা করছে। এ প্রসঙ্গে শ্রীপুর থানার ওসি এএফএম নাসিম জানান, বিষয়টি খতিয়ে দেখছি। তবে সিভিল সার্জন ব্যবস্থা নিলেই ভালো হয়। এ বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস জানান, পক্ষ এবং বিপক্ষ উভয়ের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম জানান, বিষয়টি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ঞঐঙ)কে তদন্ত করতে দেয়া হয়েছে। (অভিযুক্ত যেহেতু ওনার অধীনস্ত কর্মকর্তা) সেই মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।