ঢাকা, ১২ মে ২০২৫, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

‘যে শপথ নিয়েছি তা পালন করাই আমার প্রধান কর্তব্য’

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
১ অক্টোবর ২০২৩, রবিবার
mzamin

দেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, প্রধান বিচারপতি হিসেবে আমি যে শপথ নিয়েছি তা পালন করাই আমার প্রধান কর্তব্য। আপিল বিভাগ পর্যন্ত তিনবার ও প্রধান বিচারপতি হিসেবে একবারসহ মোট চারবার শপথ গ্রহণ করেছি। অতীতে তিনবার শপথের মর্যাদা যেভাবে সমুন্নত রাখতে পেরেছি। তারই ধারাবাহিকতায় প্রধান বিচারপতি হিসেবে আমি যে শপথ নিয়েছি তার মর্যাদা রক্ষাই হবে আমার প্রধান কর্তব্য। গতকাল বেলা সাড়ে ১১টায় তিনি নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক নাগরিক সংবর্ধনায় এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে ২৪ জন বিচারপতি প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। কিন্তু তাদের মধ্যে কোনো নারী প্রধান বিচারপতি নেই। তাই বর্তমান প্রজন্মের ছাত্রীদের মধ্য থেকে যেন ভবিষ্যতে নারী প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করতে পারে সেজন্য ছাত্রীদেরকে পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে। এ সময় তিনি বলেন, একটি রাষ্ট্র যে কয়টি ভিত্তির উপর টিকে থাকে তার মধ্যে বিচার বিভাগ অন্যতম। আমার পিতা ডা. আখলাকুল হোসাইন আহম্মেদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তিনি জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধকালীন মহেশখলা ইয়ুথ ক্যাম্পের ইনচার্জ হিসেবে দেশের স্বাধীনতা অর্জনে যে ভূমিকা রেখেছেন, তারই সন্তান হিসেবে আমি রাষ্ট্রের প্রধান বিচারপতি হিসেবে যথাযথ মর্যাদা বজায় রাখতে পারবো ইনশাআল্লাহ। নাগরিক সংবর্ধনা আয়োজক কমিটির আয়োজনে মোহনগঞ্জ পৌরসভার মেয়র লতিফুর রহমান রতনের সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, নেত্রকোনা জেলা ও দায়রা জজ শাহজাহান কবীর, নেত্রকোনার জেলা প্রশাসক শাহেদ পারভেজ, নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, নেত্রকোনা জজ কোর্টের জিপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম ও এডভোকেট শামসুর রহমান লিটন। এ সময় আরও উপস্থিত ছিলেন হাইকোর্টের রেজিস্ট্রার মশিউর রহমান ও সাইফুর রহমান।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status