কলকাতা কথকতা
ভারতীয়দের আতিথেয়তায় মুগ্ধ বাবর আজম, শাহীন শা আফ্রিদিরা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১১ মাস আগে) ৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৩০ অপরাহ্ন
ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক যতোটা সরু সুতোর ওপর ঝুলুক, বিশ্বকাপ ক্রিকেটে খেলতে আসা পাকিস্তান ক্রিকেট দলটি কিন্তু নিজামের শহর হায়দরাবাদের আতিথেয়তায় মুগ্ধ। পাক দলের ক্যাপ্টেন বাবর আজম এবং স্পিড স্টার শাহীন শাহ আফ্রিদি নিজেদের এক্স হ্যান্ডেলে সেই কথা লিখেছেন। জানিয়েছেন, উষ্ণ স্বাগত পাচ্ছি সব জায়গায়। যেদিন আমরা হায়দরাবাদে নামলাম সেদিন বিমানবন্দরে কয়েকহাজার ক্রিকেট ফ্যান উপস্থিত ছিল। কোনও সময় মনে হয়নি আমরা ঘরে না বিদেশে আছি।
পাকিস্তান ক্রিকেট দলটি যেখানেই যাচ্ছে সেখানেই তাদের অনুসরণ করছে হাজার হাজার ফ্যান। ক’দিন আগেই পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা চারমিনার দেখতে গিয়েছিলেন। চারমিনার সংলগ্ন একটি বিখ্যাত রেস্তরাঁয় তারা হায়দরাবাদের বিখ্যাত কাচ্চি বিরিয়ানির স্বাদ নেন। রেস্তোরাঁর বাইরে হাজার হাজার অনুরাগীর ভিড় জমে যায়। কঠোর নিরাপত্তা থাকায় ফ্যানরা কেউ খেলোয়াড়দের ধারে কাছে ঘেঁষতে পারেননি। বাধ্য হয়ে বাবর আজমরা অলিন্দে দাঁড়িয়ে হাত নাড়েন।