কলকাতা কথকতা
ভারতীয় আদালতের চাঞ্চল্যকর রায়
মৃগী রোগ বিবাহ বিচ্ছেদের কারণ হতে পারে না
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ১:২৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:৩৯ অপরাহ্ন
একটি রায় রীতিমতো হইচই ফেলে দিয়েছে জনজীবনে। নাগপুর হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি বিনয় জোশি ও ভি মেন্ডিজ এই ঐতিহাসিক রায়টি দিয়েছেন। আদেশে ডিভিশন বেঞ্চের বিচারপতিরা বলেছেন, মৃগী চিকিৎসাযোগ্য বিষয়। চিকিৎসায় মৃগী সম্পূর্ণ সারিয়ে তোলা যায়। সুতরাং স্বামী অথবা স্ত্রীর মধ্যে কেউ এই রোগে আক্রান্ত হলে বিবাহ বিচ্ছেদের কোনও কারণ থাকতে পারে না। হিন্দু বিবাহ আইনের ১৩/১/৩ ধারা অনুযায়ী এক স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা এনেছিলেন। তিনি আবেদনে লিখেছেন, স্ত্রীর মৃগী রোগ থাকার কারণে স্ত্রী তার সঙ্গে নিষ্ঠুর আচরণ করেন। তাই, বিবাহ বিচ্ছেদ মঞ্জুর করা হোক। স্ত্রী এই অভিযোগগুলি সম্পূর্ণ অস্বীকার করেন। বিচারপতিরা জানান, উল্লেখিত স্বামী স্ত্রীর মৃগী আছে এর স্বপক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেননি। আর তা থাকলেও তা এমন কোনও দুরারোগ্য, ছোঁয়াচে ব্যাধি নয় যে তার জন্য স্ত্রীকে ত্যাগ করতে হবে। বিচারপতিরা বিষয়টিকে সহানুভূতির সঙ্গে বিবেচনার জন্য সমাজের কাছে আর্জি জানান।