বাংলারজমিন
দোয়ারাবাজারে ব্যবসায়ীকে হত্যার অভিযোগে আটক ৩
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবারসুনামগঞ্জের দোয়ারাবাজারে আবুল মিয়া (৫৫) নামের এক গরু ব্যবসায়ীকে হত্যার অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার সুরমা ইউনিয়নের গিরিশনগর গ্রামে। নিহতের পরিবার ও তার মৃত্যুর পূর্বে দেয়া এক ভিডিও বক্তব্যের সূত্রে জানা যায়, আবুল মিয়া ৫ সন্তানের জনক। তিন মেয়ে ও দুই শিশুপুত্র ছাড়া তার পরিবারে আর কেউ নেই। স্ত্রী অনেক আগেই মারা গেছেন। গিরিশনগর গ্রামের মৃত আশ্রব আলীর পুত্র মতি মিয়া ও সফিকুল মিয়ার সঙ্গে আবুল মিয়ার জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই জেরে গত শনিবার দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে প্রতিপক্ষরা আবুল মিয়াকে মারধর করে এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। ওইদিন রাতে স্থানীয় টেংরা বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় ওত পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তাকে ধরে নিয়ে যায়। পরে বাড়ির পূর্বদিকের ছন ক্ষেতে নিয়ে তাকে হাত-পা বেঁধে মারধর করে এবং জোরপূর্বক তার মুখে বিষ ঢেলে দেয়। গভীর রাতে হাওরে লোকজনের আনাগোনা দেখে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় প্রতিপক্ষের লোকজন তাকে সেখানেই ফেলে আসে। পরে রাত প্রায় সাড়ে তিনটার দিকে আবুল মিয়া হাত পায়ের বাঁধ খুলে গুরুতর আহত অবস্থায় বাড়িতে এসে চিৎকার শুরু করলে পরিবারের লোকজন তাকে তাৎক্ষণিক দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ওই রাতেই আবুল মিয়াকে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় আবুল মিয়ার মৃত্যুর খবর শুনে প্রতিপক্ষের মতি মিয়া ও শফিকুল মিয়ার পরিবারের লোকজন পালাতে গিয়ে দুই মহিলাসহ তিন জনকে আটক করে পুলিশ। বাকিরা পলাতক রয়েছেন।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ওসি মো. বদরুল হাসান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে আনা হয়েছে। এখনো লাশ এলাকায় আসেনি, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।