বাংলারজমিন
চিতলমারীতে ৪০২ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবারবাগেরহাটের চিতলমারীতে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০২ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরানপুর গ্রামের মাদক কারবারি মাসুদ শেখের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাসুদ শেখ পালিয়ে যায়। এ সময় ৪০২ পিস ইয়াবাসহ মাসুদ শেখের স্ত্রী আয়শা আক্তারকে আটক করা হয়।
চিতলমারী থানার ওসি এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মাসুদ শেখ ও আয়শা আক্তার দম্পতির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় কৌশলে মাসুদ শেখ পালিয়ে গেলেও ৪০২ পিস ইয়াবাসহ তার স্ত্রী আয়শা আক্তারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে চিতলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আটককৃতকে জেলহাজতে পাঠানো হয়েছে।