বাংলারজমিন
১৮ বছর পর ইটনায় ছাত্রলীগের সম্মেলন
রিংকু সভাপতি, মিঠুন সাধারণ সম্পাদক
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবারদীর্ঘ ১৮ বছর পর কিশোরগঞ্জের ইটনা উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ইটনা সদরের প্রেসিডেন্ট আবদুল হামিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ওবায়দুর রহমান সেলিমের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন। এতে সম্মেলন অতিথি ছিলেন- কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি মো. সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। বিশেষ অতিথি ছিলেন- ইটনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর খসরু। উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিজয় রায়ের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খান।
সম্মেলনে মো. রফিকুল ইসলাম রিংকুকে সভাপতি ও তানভীর আহমেদ মিঠুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। আগামী এক বছরের জন্য গঠিত এ কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি মো. আজমাইন রাসেল, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সাদ্দাম হোসেন সরকার ও রেজাউল করিম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদুল হাসান হৃদয় এবং সাংগঠনিক সম্পাদক দীপ্ত বণিক, শাহাদাত হোসেন ও শরীফ উদ্দিন। এদিকে এদিন প্রেসিডেন্ট আবদুল হামিদ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটিও ঘোষণা করা হয়। এতে আল আমিন হোসেন উজ্জ্বল সভাপতি, রিফাত সানি সাধারণ সম্পাদক এবং সোলায়মান হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রসঙ্গত, এর আগে সর্বশেষ ২০০৫ সালে ইটনা উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল।