বাংলারজমিন
নবীগঞ্জে চেয়ারম্যানসহ ১১ বিএনপি নেতাকর্মীর জামিন বাতিল
স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে
২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার
নবীগঞ্জে উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি খালেদ আহমদ পাঠান ও ইউপি চেয়ারম্যান সাদিকুর রহমান শিশুসহ ১১ নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল জামিনে থাকা বিএনপি’র নেতাকর্মীরা নিয়মিত হাজিরায় হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে বিচারক তাদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেন। এটি নিশ্চিত করেছেন শিক্ষানবিশ আইনজীবী ও উপজেলা যুবদল নেতা অলিউর রহমান। আদালত ও বিএনপি সূত্র জানায়, গত বছরের ১৯শে নভেম্বর বিএনপি’র সিলেট বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে কথিত নাস্তার অভিযোগে নবীগঞ্জ থানায় একটি গায়েবি মামলা দায়ের হয়। আলোচিত ওই মামলায় জামিনে থাকা অভিযুক্ত উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল মুক্তাদির চৌধুরী, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান খালেদ আহমদ পাঠান, উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও বিএনপি’র সভাপতি শেখ ছাদিকুর রহমান শিশু, নবীগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি এনাম উদ্দিন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান জুয়েল, উপজেলা যুবদল নেতা শেখ শিপন মিয়া, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুর রহমান লেবু, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মকবুল চৌধুরী, আউশকান্দি ইউনিয়ন বিএনপি’র অন্যতম সদস্য শফিকুজ্জামান রুহেল, দেবপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বকুল মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জামিল আহমদ নিয়মিত হাজিরায় আদালতে উপস্থিত হন। এ সময় আদালতের বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। এ ঘটনায় নিন্দা জ্ঞাপন করে অবিলম্বে তাদের মুক্তির দাবি করেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য ও সাবেক এমপি আলহাজ শেখ সুজাত মিয়া, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান শেফুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।