খেলা
আমাকে আফগানিস্তানের বিপক্ষে খেলতে মানা করা হয়েছিল: তামিম ইকবাল
স্পোর্টস ডেস্ক
(২ মাস আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৫:২৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৩ অপরাহ্ন

তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গুঞ্জন ছড়ায়, শারীরিক অসুস্থতার কারণে বিশ্বকাপে শুধু ৫ ম্যাচ খেলার প্রস্তাব করেছিলেন তামিম। যে কারণে দেশসেরা ওপেনারকে ওয়ার্ল্ডকাপ স্কোয়াডে রাখেনি বিসিবি। তবে তামিম বললেন, কাউকেই ৫ ম্যাচ খেলার বিষয়ে কিছু বলেননি তিনি। দেশসেরা ওপেনার জানালেন, বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে খেলতে মানা করা হয়েছিল।
ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফেরেন তামিম ইকবাল। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি ওয়ানডেও খেলেন তিনি। তৃতীয় ম্যাচে বিশ্রাম চান তামিম। দেশসেরা ওপেনার জানিয়েছিলেন, বিশ্বকাপের আগে পিঠের পুরনো চোট নিয়ে সাবধানতা অবলম্বনেই তৃতীয় ওয়ানডে খেলতে চান না তিনি। তবে এরপর গোটা দৃশ্যপটই পাল্টে যায়। কিছুদিন আগেই বাংলাদেশের ওয়ানডের নেতৃত্ব ছাড়া তামিমকে ছাড়াই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে বিসিবি।
তামিম বলেন, ‘মিডিয়াতে যে জিনিসটা আসছে, ইনজুরি কিংবা ৫ ম্যাচ খেলার শর্ত- আমার মনে হয় না আমার বিশ্বকাপে না খেলার পেছনে এর কোনো প্রভাব আছে। আমি এখনো ইনজুরড হইনি। ব্যথা থাকতে পারে, কিন্তু আমি এখনো চোটে পড়িনি। বোর্ডের শীর্ষ পর্যায়ের একজন আমায় ফোন করলেন। তিনি আমাদের ক্রিকেটের সঙ্গে বেশ ভালোভাবেই জড়িত। উনি বললেন যে, তুমি তো বিশ্বকাপ খেলতে যাবে। তোমাকে তো ম্যানেজ করে খেলাতে হবে। এক কাজ করো, আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলো না তুমি। আমি বললাম, ভাই এটা তো আরো ১২-১৩ দিনের কথা। এই সময়ের মধ্যে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাবো। আমি কী কারণে খেলব না।’
এরপর তামিমকে লোয়ার অর্ডারে ব্যাটিংয়ের প্রস্তাবও দেয়া হয়। তামিম বলেন, ‘(বিসিবির সেই কর্তা তামিমকে বলেন) তুমি যদি খেলো, তাহলে আমরা এমন একটা পরিকল্পনা করছি, তোমাকে আমরা নিচে ব্যাটিং করাবো।’
তামিম বলেন, ‘আমি ১৭ বছর ধরে এক পজিশনে ব্যাটিং করেছি। কোনো দিন নিচে ব্যাটিং করিনি। আমার এমন কোনো অভিজ্ঞতাও নেই। স্বাভাবিকভাবেই তার কথাটা আমি ভালোভাবে নিইনি। আমি কিছুটা উত্তেজিতও হয়ে গিয়েছিলাম। আমার কাছে বিষয়টি পছন্দ হয়নি। আমার কাছে মনে হচ্ছে, আমাকে জোর করে করে অনেক জায়গায় বাধা দেয়া হচ্ছে।’
পাঠকের মতামত
Once you say “no” be stick to your decision! At the first place you decided to go for retirement. You would have been honored from everyone. Then you were motivated politically, posed in a photo session and finally trapped yourself. However, we do mistake that means we learn from there!
Some times you wish to play some times you dont want to play. Its very funny. And i believed you are under the contract of BCB then how you openly taking about cricket selection and inside BCB conversation. We know you are our key player but when coach captain and selection board chose you Will be off then we should respect them. Nothing o Is above our cricket. You are taking in a moment when our team is onboard for world cup and it will negetive impact in cricketer.you should talk with selection board before they select not after. And most of us we are thinking only sakib is taking dicision but there are a selection board also then why cursing only sakib and making him as a vilien.
তামিম যেদিন অবসর নিয়েছিলো সেদিন আমি অভিনন্দন জানিয়েছিলাম সঠিক সিদ্ধান্ত বলে। আবার যখন পিএম এর অনুরোধে অবসর ভেংগে ফিরে আসলেন তখন মন্তব্য করেছিলাম এটা তার ভুল হিসেবে। তামীম হাতে ধরে বাতের বরি খেয়েছে তার মাশুল তাকেই গুনতে হবে এটা হচ্ছে বাস্তবতা।
তামিম-আপনার তুলনা শুধুই আপনি।কেউ আপনার জায়গায় আসতে পারবে না।যারা আপনার সাথে অন্যায় করেছে তারা নিশ্চয়ই একদিন তার ফল পাবে আর আপনি সেটা দেখতেও পাবেন।আমরা অনেকে আছি আপনার সাথে আর সাথে আছে আমাদের দোয়া।ভালো থাকবেন সব সময়।
দলের প্রয়োজনে সাকিবকে বাদ দেয়া উচিত। সেই সাথে তার গুরু হাতুরেসিংহে এবং বোর্ড সভাপতি পাপনকেও পদত্যাগ করা উচিত।
Who is in my Backyard!
ক্রিকেটেও রাজনীতি ঢুকে গেছে প্রতি ঢালে ঢালে হুতুম পেঁচা বসে গেছে দেশের বারোটা বাজিয়ে ক্রি কেটের বারোটা বাজিয়ে ছাড়বে!
সত্য গোপন থাকে না।তামিমের উচিৎ হয়নি মাশরাফির কথায় প্রধানমন্ত্রীর সাথে দেখা করা।অবসর যখন নিয়েছিল তখন ফিরে আসা উচিৎ হয়নি তার।সে জানতো টিমে একদল দালাল,চাটুকার তাকে হিংসা করে।তাদের সাথে লড়াই করার মতো শক্তি তার ছিল না।কারণ তারা.......... এর লোক।আর তামিম ঐতিহ্যবাহী পরিবারের ছেলে।নোংরামি করে টিমে থাকা তার পক্ষে সম্ভব ছিল না।তামিমের জন্য শুভ কামনা রইল।
দয়া করে আর জল ঘোলা কইরেন না। দলের জন্য শুভ কামনা করেন।
পাপন আমাদের দেশের ক্রিকেটকে একেবারে নষ্ট করে দিল.......... অনেক কষ্ট লাগে।।।।
shikab is the bad for team out him
তামিমের বিকল্প যদি কেউ থাকতো তবে বিষয়টা মানা যেত,বেয়াদব আর তৈল গ্রহণকারীদের জন্যে সবশেষে ক্রিকেটেরও বারোটা বেজে যাচ্ছে।
বাংলাদেশের ক্রিকেটের দুষ্টু চক্রের হোতা হচ্ছে সাকিব। মুশফিকের সাথেও অনেক অন্যায় হয়েছে শুধু সাকিবের কারনে ।চরম জুয়ারি আর ভন্ড প্রতারক সাকিব
আমাদের প্রাণের ক্রিকেট তা কোথায় যেনো হারিয়ে গেসে। যার বিজয়ে পরাজয়ে চোখের পানি আটকাতে পারিনা আমরা সবাই সেই ক্রিকেট কোথায় যেনো হারিয়ে গেসে।
তামিমের বক্তব্য সত্য হলে ওই কর্মকর্তা এবং তার ঘনিষ্টরা বেটিংয়ের সাথে জড়িত বা পাতানো খেলার চেষ্টা করছে কি না তা তদন্ত হওয়া উচিত। বর্তমান ক্যাপ্টেনের অতীত রেকর্ড তো আছেই।
Vai you are physically unfit. Pls pray for team tiger.
We know very well that all this happened for the conspiracy of Shakib!
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]