ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

শেষের পাতা

সিলেটে নির্বাচনের জন্য জাকারিয়া ও আজাদকে নির্দেশ

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবারmzamin

সিলেটে শ্রমিকদের পরিচিত সংগঠন সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ৭০৭)। প্রায় ১১ হাজার সদস্য এই সংগঠনের। এ কারণে সংগঠনের কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্বের শেষ নেই। ক্ষমতায় থাকলেই কাঁড়ি কাঁড়ি টাকা। শ্রমিকদের শক্তিও থাকে পেছনে। সড়কে থাকে কর্তৃত্ব। এই সংগঠনের কমিটি গঠনের অস্বচ্ছতা নিয়ে প্রায় এক বছর ধরে সিলেটে শ্রম আদালতে মামলা চলছিল। দীর্ঘ শুনানি শেষে গত ১৯শে সেপ্টেম্বর শ্রম আদালতের চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ নুরে আলম মোহাম্মদ নিপু রায় ঘোষণা করেছেন। এই রায়ে ২০২২ সালের জুনে গঠিত জাকারিয়া-আজাদ পরিষদের কমিটিকে অবৈধ ঘোষণা করেছেন। একই সঙ্গে আগামী এক মাসে নির্বাচন সম্পন্ন করে আদালতে জানানোর নির্দেশ দিয়েছেন। এই নির্দেশনায় সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের একাংশের মধ্যে আনন্দের জোয়ার বইছে। ইতিমধ্যে নগর এবং জেলার বিভিন্ন স্ট্যান্ডে এ নিয়ে মিষ্টি বিতরণ করা হয়েছে। ২০০২ সালে সিলেটের শ্রম অধিদপ্তরে মামলা দায়ের করেছিলেন সংগঠনের দু’সদস্য জীবন চৌধুরী ও মুরাদ হোসেন। 

মামলায় তারা অভিযোগ করেছিলেন: সিলেটে ভয়াবহ বন্যার সময় সংগঠনের সভাপতি জাকারিয়া আহমদ ও সাধারণ সম্পাদক আজাদ আহমদ নির্বাচনের আয়োজন না করেই কমিটি গঠন করেছেন। এ কারণে তারা কমিটি নিয়ে আপত্তি তুলেন। এবং পুনরায় নির্বাচনের আবেদন জানান। আদালতে মামলা দায়েরের পর এক বছরের অধিককাল শুনানি চলে। অবশেষে ১৯শে সেপ্টেম্বর এই রায় ঘোষণা করা হয়। এদিকে- মামলার রায়ের নির্দেশনা সহ কপিটি সিলেটের আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মো. খোরশেদ আলমের কাছে এসে পৌঁছলে তিনি বৃহস্পতিবার এ নিয়ে সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবগত করেছেন। একই সঙ্গে এক মাসের মধ্যে নির্বাচন শেষ করে বিষয়টি তাকে ও শ্রম আদালতকে জানানোর কথা বলেছেন। মামলা দায়েরকারী অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সদস্য জীবন চৌধুরী ও মুরাদ হোসেন জানিয়েছেন, সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-৭০৭) নির্বাচন অনেক দিন ধরে হচ্ছে না। নির্বাচন না করেই কমিটি গঠন করে জাকারিয়া ও আজাদ সংগঠনকে কুক্ষিগত করে রেখেছেন। সর্বশেষ ২০২২ সালে ভয়াবহ বন্যার সময় নিজেদের লোক নিয়ে একটি কমিটি গঠন করে অনুমোদনের জন্য দিয়েছিলেন। এ কারণে সংক্ষুব্ধ হয়ে আমরা মামলা দায়ের করলে আদালত এ নির্দেশনা দিয়েছেন। 

তারা জানিয়েছেন, ‘সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের কমিটিকে কুক্ষিগত করে প্রতিদিন লাখ লাখ টাকা আত্মসাৎ করা হচ্ছে। শ্রমিকদের ওপর স্টিমরোলার চালিয়ে নেতারা টাকাওয়ালা বনে যাচ্ছেন। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ জানান, ‘শ্রমিকদের চাওয়া একটি স্বচ্ছ ও পরিচ্ছন্ন নির্বাচন। এ নির্বাচনে যারা নির্বাচিত হবে তারাই শ্রমিকদের নেতৃত্ব দেবে। এ কারণে শ্রমিকদের স্বার্থ রক্ষায় তারা আইনি লড়াইয়ে আছেন, ভবিষ্যতেও থাকবেন।’

সিলেটের বড় শ্রমিক সংগঠনের কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্বের মূল কারণ তুলে ধরে কয়েকজন শ্রমিক জানান, সিলেটের সিএনজি অটোরিকশা শ্রমিক সংগঠনের অধিভুক্ত আছেন ১০ থেকে ১১ হাজার সদস্য। বাইরে অবৈধ গাড়ির আরও কয়েক হাজার শ্রমিক রয়েছেন। তারা সংগঠনে টাকা দেন। বর্তমান কমিটিতে থাকা নেতারা এসব টাকা কুক্ষিগত করে নিচ্ছেন। বিভিন্ন স্ট্যান্ডে আছে তাদের লাঠিয়াল বাহিনী। শ্রমিক নেতাদের অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ করলে তাদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়। এমনকি কখনো কখনো পুলিশ দিয়ে হয়রানি করা হয়। টোকেন বাণিজ্য, উপ-কমিটি বাণিজ্য, অবৈধ গাড়ি বাণিজ্য সহ নানা ঘটনায় ইতিমধ্যে শ্রমিক নেতারা বিতর্কিত হয়েছেন। এসব কারণে শ্রমিকরা একটি স্বচ্ছ নির্বাচন চায়। এ কারণে শ্রম আদালতের রায় ঘোষণার পরপরই বিভিন্ন স্ট্যান্ডে শ্রমিকরা মিষ্টিমুখ করেছে। বিজয় উল্লাস করেছে। নির্বাচনের জন্য তারাও মুখিয়ে আছে। সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদ জানিয়েছেন তারা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। নির্দেশনা পাওয়ার পরপরই কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী সপ্তাহে নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে কাজ চলছে। তিনি বলেন, তবে রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতেও যেতে পারি। সে লক্ষ্যে কাজও চলছে। আইনি লড়াইয়ের সুযোগ থাকায় তারা সেটিও বিবেচনায় রাখছেন বলে জানিয়েছেন তিনি। শ্রমিক সংগঠনের ভেতরে কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্ব ও নানা বিতর্কিত ঘটনায় সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতারা বিতর্কিত হয়েছেন। এতে করে সিলেটের পরিবহন সেক্টরে এর আঁচড় লাগছে। এ নিয়ে বিব্রত পরিবহন সেক্টরের অন্য সংগঠনের সদস্যরাও। কখনো কখনো তারা সমঝোতার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেন। এবারো  সে চেষ্টা অব্যাহত আছে। নির্বাচনের স্বার্থে উভয়পক্ষকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করা হচ্ছে একাধিক তরফ থেকে। 

সিলেট জেলা সিএনজি মালিক শ্রমিক ঐক্যপরিষদের সভাপতি শাহ মোহাম্মদ দেলোয়ার হোসেন মানবজমিনকে জানিয়েছেন, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঐক্য চাই। সেজন্য আদালতের নির্দেশনা মতো সবাই সহনশীল থেকে একটি স্বচ্ছ ও সুন্দর নির্বাচনের আয়োজন করতে হবে। এ জন্য যতটুকু সহযোগিতা প্রয়োজন আমাদের তরফ থেকে সহযোগিতা দেয়া হবে। বিভক্তি কখনো কল্যাণ বয়ে আনে না। সে বিষয়টি আমরা উভয়পক্ষকে বোঝানোর চেষ্টা করছি। আশা করছি; আদালতের বেঁধে দেয়া সময়ের মধ্যে একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্যার ইতি ঘটবে।

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status