শিক্ষাঙ্গন
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়
আসন ফাঁকা রেখেই বন্ধ হলো বিশ্ববিদ্যালয় পরিবর্তনের সুযোগ
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৩:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৪২ পূর্বাহ্ন
গুচ্ছভুক্ত ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের আর বিশ্ববিদ্যালয় পরিবর্তনের সুযোগ থাকছে না। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো ২১০০-২২০০ আসন ফাঁকা রয়েছে।
সোমবার রাতে গুচ্ছ ভর্তি কমিটির সভায় বিশ্ববিদ্যালয়গুলোর ভাইস চ্যান্সেলররা এ সিদ্ধান্ত নিয়েছেন। গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবিষয়ে বলেন, ইন্টার ইউনিভার্সিটি ট্রান্সফার আর হবে না। খালি সিটগুলো কীভাবে পূরণ হবে, সে বিষয়ে টেকনিক্যাল কমিটি শিগগিরই কমপ্লিট প্রস্তাবনা দেবে।
তিনি আরও বলেন, চারটি মেরিট দেয়া হয়েছে, মাইগ্রেশনের সুযোগ দেয়া হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা ভর্তি না হলে কিছু করার নেই।
উল্লেখ্য, গত ২২শে আগস্ট গুচ্ছের শেষ ধাপের ভর্তি নেয়া হয়। এরআগে ২০শে জুন গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়। পরে পর্যায়ক্রমে তিনটি ইউনিটে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ করা হয়। এ বছর ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) পাসের হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ, ‘বি’ ইউনিটে (মানবিক) পাসের হার ৫৬ দশমিক ৩২ শতাংশ, ‘সি’ ইউনিটে (ব্যবসায় অনুষদ) পাসের হার ৬৩ দশমিক ৪৬ শতাংশ।