খেলা
রিভিউ নিয়ে বাঁচলেন নিকোলস
স্পোর্টস রিপোর্টার
(২ মাস আগে) ২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

৪৯ রানের ওপেনিং জুটির পর শরিফুলের জোড়া আঘাতে ম্যাচে ফিরেছিল বাংলাদেশ। তবে এরপর হেনরি নিকোলস ও উইল ইয়ঙ্গের জুটিতে ম্যাচ ক্রমশ নিজেদের নিয়ন্ত্রনে নিয়ে নিচ্ছে নিউজিল্যান্ড। এর মধ্যে দলীয় ৯১ রানে নিকোলসকে মুশফিকের ক্যাচ বানিয়ে আউট করেন খালেদ আহমেদ। কিন্তু নিকোলস রিভিউ নিলে দেখা বল নিকোলসের ব্যাটে লাগেনি। ফলে তৃতীয় আম্পায়াড় খালেদকে নটআউট দেন। ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৯১ রান।
শরিফুলের জোড়া আঘাত
১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিংয়ে বেশ ভালো শুরু পেয়েছিল নিউজিল্যান্ড। এরপর ফিন অ্যালেনকে ফিরিয়ে ৪৯ রানের ওপেনিং জুটি ভাঙেন শরিফুল ইসলাম। পরের বলেই অভিষিক্ত ফক্সক্রফটের স্টাম্প উপড়ে ফেলেন এই বাহাঁতি পেসার। অ্যালেন করেন ২৮ রান আর ফক্সক্রফট রানের খাতাই খুলতে পারেননি।
অধিনায়ক শান্তর ৭৬, বাংলাদেশের ১৭১
১৭১ রানে গুটিয়ে গেলো বাংলাদেশ। এক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছাড়া আর কেউই ব্যাট হাতে থিতু হতে পারেননি।
শান্তও ফিরে গেলেন, খাঁদের কিনারায় বাংলাদেশ
চোট কাটিয়ে ফেরার ম্যাচে শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন নাজমুল হোসেন শান্ত। অন্যরা আসা যাওয়ার মিছিলে ব্যস্ত থাকলেও শান্ত একপ্রান্ত আগলে রেখেছিলেন। ৭৬ রানে কিউই স্পিনার ম্যাককনিকে রিভার্স সুইপ করতে গিয়ে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন তিনি।
ফিরলেন রিয়াদ, বিপাকে বাংলাদেশ
জাতীয় দলে ফিরে প্রথমবার ব্যাটিংয়ে সুযোগ পান সিরিজের দ্বিতীয় ম্যাচে। সেদিন ৪৯ রান করলেও আজ মাহমুদউল্লাহ রিয়াদ থেমেছেন ২১ রানে। ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩৭ রান।
শান্তর ফিফটি, লড়ছেন রিয়াদকে নিয়ে
ঠিক যেখান থেকে ইনজুরিতে পড়েছিলেন সেখান থেকেই যেন শুরু করলেন নাজমুল হোসেন শান্ত। এশিয়া কাপে প্রথম ম্যাচে ফিফটির পর দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। এরপর থেকে চোটের কারণে ছিলেন মাঠের বাইরে। চোট কাটিয়ে ফেরার ম্যাচেও তার ব্যাট থেকে এলো ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে ফিফটি।
আন্তর্জাতিক ওয়ানডেতে পাঁচ হাজারের মাইলফলক স্পর্শ করলেন মাহমুদউল্লাহ রিয়াদ
আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হওয়া পঞ্চম বলে সিঙ্গেল নেন মাহমুদউল্লাহ রিয়াদ। এই রানেই আন্তর্জাতিক ওয়ানডেতে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
মুশফিকের আউটে ভাঙলো প্রতিরোধ
৩৫ রানে ৩ উইকেট হারানোর পর নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুশফিকুর রহিম মিলে প্রতিরোধ গড়েছিলেন। দুজনের জুটিতে প্রাথমিক চাপ কাটিয়ে উঠেছিল টাইগাররা। দলীয় ৮৮ রানে কিউই অধিনায়ক লাকি ফার্গুসনের বলে মুশফিক বোল্ড হলে ভাঙে ৫৩ রানের জুটি।
ভালো শুরু করেও ফিরলেন হৃদয়, চাপে বাংলাদেশ
৮ রানে ২ উইকেট পড়ার পর বেশ ভালো শুরু করেছিলেন তাওহীদ হৃদয়। তবে ইনিংস বড় করতে পারেননি। অ্যাডাম মিলনের বলে কাভার পয়েন্টে ক্যাচ হয়ে ফেরার আগে ১৭ বল ৩ চারে ১৮ রান করেন তিনি। ৩৫ রানে তৃতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ।
এবার বোল্টের আঘাত, ফিরলেন আরেক ওপেনার
এবার আরেক কিউই পেসার ট্রেন্ট বোল্টের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন আরেক ওপেনার তানজীদ হাসান তামিম। তার ব্যাট থেকে এসেছে ৫ বলে ৫ রান। ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮ রান।
শুরুতেই উইকেট হারালো বাংলাদেশ, ফিরলেন অভিষিক্ত জাকির
সিরিজ বাঁচানোর লড়াইয়ে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনের বলে বোল্ড হয়ে ফিরেছেন অভিষিক্ত ওপেনার জাকির হাসান। ৫ বলে ১ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার।
কাভার সরলো, খেলা শুরু হবে দ্রুত
বৃষ্টির কারণে নির্ধারিত সময় খেলা শুরু না হলেও বেশিক্ষণ অপেক্ষা করতে হচ্ছে না দর্শকদের। কাভার সরিয়ে নেওয়া হয়েছে, খেলা শুরু হবে দ্রুত সময়ের মধ্যে।
জাকিরের অভিষেক, ব্যাটিংয়ে নামার আগে বৃষ্টি নামলো মিরপুরে
টসের সময়ই আকাশে কিছুটা মেঘ ছিল। ব্যাটিংয়ে নামার ঠিক ৫ মিনিট আগে বৃষ্টি শুরু হলো। যদিও বৃষ্টির গতি খুব একটা বেশি নয়। তবে কাভার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে উইকেট।
সিরিজ বাঁচানোর লড়াইয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিরিজ বাঁচানোর লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হচ্ছে উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসানের।
জাকির বাংলাদেশের ইতিহাসে ১৪৭তম ওয়ানডে ক্রিকেটার। ২০১৮ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এই ব্যাটারের। তবে এরপর ৪ বছরের বেশি সময় ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। অবশেষে ২০২২ সালের ডিসেম্বর ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন তিনি। ৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে তার সংগ্রহ ২৫৮ রান।
এই ম্যাচে একাদশে ৪ পরিবর্তন এনেছে বাংলাদেশ। লিটন কুমার দাস, তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমাকে বিশ্রাম দেওয়া হয়েছে। একাদশে এসেছেন জাকির হাসান, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম।
এদিকে নিউজিল্যান্ড দলে এসেছে দলে দুটি পরিবর্তন। চাঁদ বাউস ও কাইল জেমিসনের জায়গায় খেলছেন ডিন ফক্সক্রফট ও অ্যাডাম মিলনে।
নিউজিল্যান্ড একাদশ- ফিন অ্যালেন, উইল ইয়ং, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ইশ সোধি, অ্যাডাম মিলনে, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।
বাংলাদেশ একাদশ- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজীদ হাসান তামিম, তাওহীদ হৃদয় মাহমুদউল্লাহ রিয়াদ, জাকির হাসান, মুশফিকুর রহিম, শেখ মেহেদী, নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।
পাঠকের মতামত
বাংলাদেশের আজকে দল ঘোষণা করতে হবে তাই ব্যাটারদের এত তাড়া। টেলএন্ডদের এইভাবে ভেঙ্গে পরার পুরাতন স্বভাব বাংলাদেশ থেকে এখনো গেলনা।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]