খেলা
রিয়ালের পরবর্তী কোচ জাবি, দাবি স্প্যানিশ সংবাদমাধ্যমের
স্পোর্টস ডেস্ক
(২ মাস আগে) ২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ১২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

চলতি মৌসুম শেষে রিয়ালের কোচের দায়িত্ব ছাড়বেন কার্লো আনচেলত্তি। রিয়াল ছেড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের দায়িত্ব নেওয়ার কথা রয়েছে এই ইতালিয়ান কোচের। এরপর রিয়ালের কোচ কে হবেন এ নিয়ে কৌতূহল রয়েছে ফুটবল বিশ্বে। স্প্যানিশ সংবাদমাধ্যম রেডিও মার্কা জানিয়েছে রিয়াল নাকি ইতিমধ্যে স্প্যানিশ কিংবদন্তি জাবিকে আলোনসকে পরবর্তী কোচ হিসেবে চূড়ান্ত করে ফেলেছে।
আনচেলোত্তির দায়িত্ব ছাড়ার খবর প্রকাশ হওয়ার পর থেকেই জাবিকে নিয়ে গুঞ্জন ছিল। এবার সেটাই যেন আরেকটু পাকাপোক্ত। বর্তমানে জার্মান ক্লাব লেভারকুসেনের কোচের দায়িত্বে রয়েছেন জাবি। কোচ হিসেবে ইতিমধ্যে বেশ সুনাম কুড়িয়েছেন তিনি।
গত মৌসুমে জেরার্দো সিওয়ানের অধীনে প্রথম আট ম্যাচের মাত্র একটিতে জিতে অবনমনের ডাক শুনছিল লেভারকুসেন। তখনই দায়িত্ব নেন আলোনসো। দায়িত্ব নিয়ে লেভারকুসেনকে টেনে তোলেন তলানি থেকে। শুধু তাই নয় জাবির অধীনে দুর্দান্ত খেলা দলটি মৌসুম শেষ করেছিল পয়েন্ট তালিকার ছয়ে থেকে।
চলতি মৌসুমে বুন্দেসলিগায় ৫ ম্যাচ শেষে ৪ চার জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ২ নম্বরে আছে লেভারকুসেন। শীর্ষে থাকা বায়ার্নেরও তাদের সমান পয়েন্ট, তবে গোল ব্যবধানে এগিয়ে রয়েছে তারা।
শুধু ফল নয়, মাঠের কৌশলেও প্রশংসিত হচ্ছেন জাবি। বলের নিয়ন্ত্রণ রেখে এবং পজিশনভিত্তিক ফুটবলে তার অধীনে চমক দেখাচ্ছে লেভারকুসেন। ফলে তার দিকে চোখ পড়েছে বড় বড় ক্লাবের। ঠিক এ কারণেই অন্য কেউ মাঠে নামার আগেই তাকে নিশ্চিত করে রাখতে চাচ্ছে রিয়াল। এমনকি গুঞ্জন ছিল গত মৌসুমেই তাকে কোচের দায়িত্ব দিতে চেয়েছিল পিএসজি। তবে লেভারকুসেনের অনুরোধেই আরও এক মৌসুম থেকে গেছেন তিনি।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]