কলকাতা কথকতা
সাধারণ যাত্রীদের সঙ্গে ট্রেন সফরে রাহুল গান্ধী
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ মাস আগে) ২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ১১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:১৭ অপরাহ্ন

জীবনে কোনওদিন তিনি ট্রেনে চড়েননি। আকাশপথেই ভ্রমণে অভ্যস্ত কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কিন্তু, জনসংযোগের নেশা বড় প্রবল। আর সেই নেশার টানে মধ্যপ্রদেশ সফরের সময় বিলাসপুর - রায়পুর ট্রেনে উঠে পড়লেন রাহুল গান্ধী। তাও আবার বাতানুকূল কামড়ায় নয়। সাধারণ যাত্রীদের সঙ্গে সাধারণ ক্লাসে। যাত্রীরা তাদের এই বিখ্যাত সহযাত্রীকে দেখে আপ্লুত হয়ে যান। অনেকেই রাহুলের সঙ্গে সেলফি তোলেন। রাহুল ১২৫ কিলোমিটার পথ পাড়ি দেন সাধারণ যাত্রীদের সঙ্গে গল্পগুজব করে। দেখে কে বলবে রাহুল এই ট্রেনের নিত্যযাত্রী নন? ক’দিন আগেই দিল্লির আনন্দ বিহার স্টেশনে কুলির লাল জামা পরে মোট বয়েছেন রাহুল, তার আগে মেকানিক সেজে গাড়ি সারিয়েছেন।
পাঠকের মতামত
তাদের এমন নেতা বিরোধী দলে! দূর্ভাগ্য আমাদের এমন একজন নেতাও আমরা পেলাম না।
মন্তব্য করুন
কলকাতা কথকতা থেকে আরও পড়ুন
কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]