কলকাতা কথকতা
নিজামের শহর প্রস্তুত বাবর আজমের দলকে স্বাগত জানাতে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ১০:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৪৬ অপরাহ্ন

অবশেষে ভিসা সংকটের অবসান। মঙ্গলবারই ইসলামাবাদের ভারতীয় হাইকমিশন থেকে পাকিস্তান ক্রিকেট দলের সব খেলোয়াড় ভারতে আসার ভিসা পেয়ে যাচ্ছেন। বুধবার নিজামের শহর হায়দরাবাদে পা রাখবেন বাবর আজম-শাহীন শা আফ্রিদিরা। এই শহরে ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং তিন অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। হায়দরাবাদ প্রশাসন ঘোষণা করেছে যে, নিরাপত্তার কারণে প্রস্তুতি ম্যাচগুলি হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। তাতে কিছু যায় আসে না নিজামের শহরের বাসিন্দাদের। তারা হায়দরাবাদি বিরিয়ানি আর আলোর মালায় সাজানো চারমিনার নিয়ে পাক দলটিকে স্বাগত জানাতে প্রস্তুত।
শুধু ভিসা নিয়ে একটা তিক্ততা থেকে গেল। ভিসার ফেরে পড়ে পাক ক্রিকেটারদের জন্য দুবাইতে যে বন্ডিং প্রোগ্রাম রাখা হয়েছিল তা বাতিল করে বাবর আজমরা সরাসরি হায়দরাবাদ আসছেন। ভারতীয় কর্তৃপক্ষ এটিকে তিক্ততা মানতে নারাজ। তারা বলছেন, টেকনিক্যাল কারণেই ভিসা নিয়ে এই সংকট হয়েছে। অস্ট্রেলিয়ান দলের পাকিস্তানী খেলোয়াড় উসমান খওয়াজের ক্ষেত্রে একই ব্যাপার ঘটেছিল। এই বিশ্বকাপে আসা নেদারল্যান্ডসের দুই পাক ক্রিকেটার শরীফ আহমেদ এবং সাকিবের ক্ষেত্রে এই একই ব্যাপার ঘটেছে। একে স্বাভাবিক বলেই গ্রহণ করা ভালো।