কলকাতা কথকতা
চদ্রায়ন-তিনের নেপথ্যের এক কারিগরের দুঃখের বারোমাস্যা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ মাস আগে) ২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৪০ অপরাহ্ন
চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান-এর ঘুম আর কোনওদিন ভাঙবে কি-না জানা নেই। কিন্তু চন্দ্রযানের সফল উৎক্ষেপণের এক কারিগর দীপক কুমারের দুঃখের বারোমাস্যা যে এখনই কাটছে না তা হলফ করে বলা যায়। কে এই দীপককুমার, চদ্রযানের উৎক্ষেপণের সঙ্গে তার কী বা সম্পর্ক? এই কথা জানতে গেলে আরম্ভর আরম্ভর-সেই দিনগুলিতে যেতে হবে। দীপকের রাঁচির কোম্পানি হিন্দুস্থান হেভি ইলেকট্রিকাল কর্পোরেশন লিমিটেডের দায়িত্ব ছিল চন্দ্রায়ন এর রকেট লঞ্চচিং প্যাডটি বানানোর। দীপক এই কর্মকাণ্ডে এক যোদ্ধা ছিলেন। মাসে আট হাজার টাকা মাইনে হতে পারে দীপকের। কিন্তু, একজন চতুর্থ শ্রেণির সহায়ক হিসেবে তিনি হাত মেলান রকেট উৎক্ষেপণের মঞ্চ রচনার কাজে। এই লঞ্চচিং প্যাড থেকেই পিএসএলভি রকেট বিক্রম ও প্রজ্ঞানকে নিয়ে উড়ে যায় চাঁদের উদ্দেশ্যে। দীপক ফিরে আসেন তার রাঁচির ছোট্ট ঘরে। জানতেন না তার শেষ মাইনে পাওয়া হয়ে গেছে।
পাঠকের মতামত
এশিয়ার দেশগুলির নিয়োগ কারিরা শ্রমিকদের অবদান মূল্যায়ন করেন না । এই লোকটির অভিজ্ঞতা কাজে লাগানোর বিরাট সম্ভাবনা ছিল।
মন্তব্য করুন
কলকাতা কথকতা থেকে আরও পড়ুন
কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]