কলকাতা কথকতা
কলকাতার থিম পূজায় এবার বাংলাদেশের শিল্পী
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ মাস আগে) ২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৯:৫৬ পূর্বাহ্ন
কলকাতার থিম পূজায় এবার বাংলাদেশের শিল্পী। বাংলাদেশের পাঁচ শিল্পীর একটি দল বেহালার একটি পূজামণ্ডপের থিম রচনা করেছেন, তাদের হাতের পরশে জীবন্ত হয়ে উঠছে এই মণ্ডপ। কলকাতার পূজায় বাংলাদেশের শিল্পীর থিম তৈরি এই প্রথম। কাজ শুরু হয়ে গেছে অনেকদিন আগে। প্রধান শিল্পী ও থিমের জন্মদাতা শেখ হেমাল বললেন- বেহালার একটা শিল্প প্রদর্শনীতে আসতাম। সুস্থ সংস্কৃতি আমাকে টানতো। তখনই মনে হয়েছিল যে দুর্গাপূজার কাজে যদি শামিল হতে পারি! সুযোগ এসে যাওয়াতে আর দেরি করিনি। বেহালার পূজার অন্যতম উদ্যোক্তা অভিষেক ভট্টাচাৰ্য বললেন, বাংলাদেশের হৃদয়ের ছোঁয়া থাকবে এই থিমে। বাংলাদেশের সৌকর্য দেখতে পাবেন দর্শকরা। এবারের পূজার থিম- চতুরনগরে সংকল্প।
কাজী নজরুল ইসলামের সংকল্প কবিতা থেকে এই থিমের উদ্ভব বলে জানালেন শিল্পী।
মন্তব্য করুন
কলকাতা কথকতা থেকে আরও পড়ুন
কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]