খেলা
যে কারণে এশিয়াড ক্রিকেটে নেই চীন
২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার

জাকার্তায় বিরতি দিয়ে হাংজু এশিয়ান গেমসে ফিরেছে ক্রিকেট। ক্রিকেট ফেরার কারণে জিজিয়াং ইউনিভার্সিটি অব টেকনোলোজিতে দারুণ একটি স্টেডিয়ামও করেছে আয়োজক চীন। নারী ক্রিকেটে বেশ দর্শকও হয়েছে স্টেডিয়ামটিতে। স্থানীয়দের বেশ আগ্রহও আছে ক্রিকেট নিয়ে। গতকাল এখানে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জেতে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
নারী ক্রিকেটে দক্ষিণ এশিয়ার চার পরাশক্তি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার, বাংলাদেশের সঙ্গে অংশ নিয়েছে মঙ্গোলিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও হংকং। পুরুষ ক্রিকেটে সংখ্যাটা আরো বেশি। অবাক করা বিষয় হাংজু এশিয়াডে নেই স্বাগতিক চীন। ক্রিকেট অলিম্পিকে না থাকার কারণেই খেলাটার প্রতি আগ্রহ হারিয়েছে দেশটি। তবে সামনে অলিম্পিক গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত হলে আবার ক্রিকেটে চীন মনযোগ দিবে বলে মনে করেন আইসিসি’র ডেভেলপমেন্ট ম্যানেজার আমিনুল ইসলাম বুলবুল। এর সঙ্গে গ্লোবালি ক্রিকেটের চেহারা পাল্টে যাবে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

অলিম্পিকে ক্রিকেট যুক্ত হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে মেয়েদের ক্রিকেট যুক্ত হচ্ছে। চার বছর পর ব্রিসবেন অলিম্পিকে যুক্ত হবে পুরুষদের ক্রিকেটও। ওই গেমসে স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়েই এগুচ্ছে চীন। খেলায় সেরা হওয়ার জন্য তারা কতটা চিন্তা করে।’ বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি চীনের ক্রিকেট উন্নয়নে সহায়তা করে তবে ক্রীড়াক্ষেত্রে অনেক সহায়তা পেতে পারে জানিয়ে তিনি বলেন, ‘বায়োমেকানিক্সে তারা (চীন) খুবই এগিয়ে। অনেক দেশের শীর্ষস্থানীয় ক্রীড়াবিদ-পারফরম্যান্স অ্যানালিস্টরা চীনের বায়ো মেকানিক্সের ওপর নির্ভর করে। বাংলাদেশও চীনের সহায়তা নিতে পারে। এতে বাংলাদেশের খেলাধুলায় অনেক উন্নয়ন আসবে।’ বাংলাদেশের ক্রিকেট নিয়ে বুলবুল বলেন, ‘চীনে যখন কাজ করেছি তখন বাংলাদেশের ক্রিকেটের অনেক জয় পাওয়া ম্যাচের সিডি তাদের দেখিয়েছি। সেগুলো দেখে তাদের একটা ধারণা হয়েছে বাংলাদেশ ক্রিকেটে বেশ ভালো। ২০১০ এশিয়ান গেমসে বাংলাদেশ স্বর্ণও জিতেছিল। ফলে বাংলাদেশ নিয়ে তাদের ধারণা খুব পজিটিভ।’
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]