বিনোদন
ফের সিনেমার গানে মমতাজ
স্টাফ রিপোর্টার
২৬ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবারগত কয়েক বছরে বেশকিছু সিনেমায় ফোক সম্রাজ্ঞী মমতাজের গাওয়া গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এবার নতুন একটি সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিলেন মমতাজ। সিনেমার নাম ‘যাপিত জীবন’। ‘নসিব যেথা নিয়া চলে, আমি সেথা যাই’ কথার এ গানটি লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। সিনেমাটি নির্মাণ করছেন হাবিবুল ইসলাম হাবিব। গানটি প্রসঙ্গে এ নির্মাতা বলেন, ‘যাপিত জীবন’ ছবিতে তিনটা গান রেখেছি। যার একটা গানে মমতাজ আপা কণ্ঠ দিয়েছেন। গানটা খুব ভালো হয়েছে। এই গানের মধ্যে অন্য এক মমতাজকে খুঁজে পাবেন সবাই। সিনেমাটি মুক্তির ব্যাপারে নির্মাতা বলেন, চলতি বছরে শেষের দিকে সিনেমাটি মুক্তি দিতে চাইছি। সেভাবেই সব কাজ চলছে। এ সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী। হাবিবুল ইসলাম পরিচালিত নতুন সিনেমা ‘যাপিত জীবন’-এ স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাদের। সিনেমার চিত্রনাট্য করেছেন অনিমেষ আইচ ও ইমতিয়াজ হৃদয়।
‘যাপিত জীবন’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পরিচালকের কন্যা আশনা হাবিব ভাবনা। তার চরিত্রের নাম আনজুম। ২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় ‘যাপিত জীবন’। সিনেমার অন্যান্য চরিত্রে আরও অভিনয় করছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, গাজী রাকায়েত, আজাদ আবুল কালাম, মামুনুর রশীদ, কাজী হায়াত, সমাপ্তি, ডলি জহুরসহ অনেকে।