কলকাতা কথকতা
রোনালদোর ভক্ত রাহুল গান্ধী, তবে ফুটবল দল থাকলে মেসিকেই নিতেন
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ১১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২২ পূর্বাহ্ন

ক্রিশ্চিয়ানো রোনালদো তার প্রাণের ফুটবলার। রোনালদোর ফ্যান তিনি। কিন্তু নিজের ফুটবল দল থাকলে লিওনেল মেসিকেই দলে নিতেন। এমনটাই জানালেন কংগ্রেস এর শীর্ষ নেতা ও সংসদ সদস্য রাহুল গান্ধী। রাহুল মনে করেন, তিনি যতই রোনালদোর ফ্যান হন, কার্যকর ফুটবলার হিসেবে মেসি অতুলনীয়। যতটা সহজে তিনি রোনালদো-মেসির তুলনা টানলেন ততটা সহজ হলো না তার পক্ষে রোহিত শর্মা-বিরাট কোহলির তুলনা টানা। এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্পষ্ট ভাষায় রাহুল জানালেন তিনি ফুটবলের ফ্যান। ক্রিকেট ফলো করেন না। একই সঙ্গে জানাতে ভুললেন না যে সোশ্যাল মিডিয়া তার পছন্দ না। বইয়েই স্বাচ্ছন্দ তার। দিল্লির বিখ্যাত গোলগাপ্পার থেকে ট্রাডিশনাল আইসক্রিম যে তার বেশি পছন্দ সেই কথা জানাবার পাশাপাশি ক্লিন সেভড না একমুখ কাঁচা পাকা দাঁড়ি তার পছন্দ- সেই কথা জানাতে গিয়ে বললেন, দুটোই পছন্দ। ঘুরতে যে তিনি ভালোবাসেন তা জানাতে দ্বিধা করেননি। রাজনীতিবিদ না হলে কী হতেন? এই প্রশ্নে একটু ডিপ্লোমেটিক হয়েছেন রাহুল। বলেছেন, রাজনীতিটা তো কোনো পেশা নয়। আর কাকে ভালোবাসেন? এই প্রশ্নের উত্তরে অকপট হয়ে জানিয়েছেন- নিজের পরিবারকে আর পোষ্য সারমেয়কে যে পরিবারের সদস্যই হয়ে গেছে।