বিনোদন
দোটানা
বিনোদন ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবার
দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোণ্ডা ও রাশমিকা মান্দানার প্রেমের গুঞ্জন অনেক পুরোনো। কেউ কখনো মুখ না খুললেও তাদের প্রেম এখন ‘ওপেন সিক্রেট’। এদিকে প্রযোজক রক্ষিত শেঠির সঙ্গে ২০১৭ সালে বাগদান করেও সম্পর্ক ভেঙে ফেলেন রাশমিকা। সম্পর্ক ভাঙলেও এখনো যোগাযোগ রয়েছে তাদের। আর এ নিয়েই দোটানায় আছেন বিজয়। নিজের সম্পর্ক নিয়ে শতভাগ নিশ্চিত হতে পারছেন না বলে জানিয়েছেন বিজয়।