খেলা
বার্নলিকে যে ‘লজ্জা’ দিলো ম্যানইউ
স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৩, সোমবার
সময়টা ভালো যাচ্ছিল না ম্যানচেস্টার ইউনাইটেডের। প্রিমিয়ার লীগে নতুন মৌসুমে নিজেদের প্রথম পাঁচ ম্যাচের ৩টিই হারে রেড ডেভিলরা। টানা দুই হারে ধুঁকতে থাকা ম্যানইউ দুঃসময় পেছনে ঠেলে জয়ে ফিরলো। শনিবার রাতে টার্ফ মুর স্টেডিয়ামে প্রিমিয়ার লীগের ম্যাচে স্বাগতিক বার্নলি এফসিকে ১-০ গোলে হারায় এরিক টেন হাগের দল। আর ম্যানইউর কাছে হেরে লজ্জাজনক এক রেকর্ড গড়ে বার্নলি। গত ১২ই আগস্ট ঘরের মাঠ টার্ফ মুরে ম্যানচেস্টার সিটির কাছে ৩-০ গোলে হেরে প্রিমিয়ার লীগের নতুন মৌসুম শুরু করে বার্নলি এফসি। গত ২৭শে আগস্ট নিজেদের মাঠেই অ্যাস্টন ভিলার কাছে ৩-১ গোলে পরাস্ত হয় দলটি। ২রা সেপ্টেম্বর টার্ফ মুরে বার্নলিকে ৫-২ গোলে উড়িয়ে দেয় টটেনহ্যাম হটস্পার।
ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে চতুর্থ হারটি দেখেছে বার্নলি। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এক মৌসুমে প্রথম চার হোম ম্যাচে হারের তেতো স্বাদ পেলো দলটি। বার্নলিকে লজ্জা দিয়ে নিজেরাও একটি রেকর্ডের তালিকায় নাম তোলে ম্যানচেস্টার ইউনাইটেড।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]