খেলা
প্রযুক্তির নিদর্শন দেখিয়ে হাংজু এশিয়াডের বর্ণিল উদ্বোধন
সামন হোসেন, হাংজু (চীন) থেকে
২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার
কয়েকদিন ধরেই অঝোরে কাঁদছে হাংজুর আকাশ। তবে উৎসবের উপলক্ষে এতটুকু ভাটা পড়েনি। আগ্রহের কমতি হয়নি দর্শকদের। সবুজায়নের পরিচ্ছন্ন নগরীতে নিজেদের ইতিহাস, ঐতিহ্য আর কৃষ্টিকালচার তুলে ধরে এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান করেছে আয়োজকরা। যেখানে থ্রিডি স্ক্রিনে প্রযুক্তির নতুন নিদর্শনগুলো বিশ্বকে দেখিয়েছে চীন। সবুজের মিশেলে, নাচেগানে ১৯তম এশিয়ান গেমসের বর্ণিল উদ্বোধন হয়েছে হাংজুর অলিম্পিক স্টেডিয়ামে। কার্বন নিঃসরণ কমানোর জন্য এবার ছিল না আতশবাজি; যা এশিয়ান গেমসের ইতিহাসে প্রথম। তবে থ্রিডি লাইটে এমনভাবে সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে, যাতে মনে হবে আতশবাজি হচ্ছে। ১ ঘণ্টা ৫৫ মিনিটের জমকালো উদ্বোধনের শুরুটা করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
৪৫ দেশের প্রায় সাড়ে ১২ হাজার ক্রীড়াবিদের এই আয়োজনে মাঠের লড়াই শুরু হয়েছে পাঁচদিন আগে। ফুটবল ক্রিকেটের লড়াইটা জমজমাটই হচ্ছে।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]