বিনোদন
মুখ খুললেন সৃজিত-মিথিলা
স্টাফ রিপোর্টার
২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। সমানতালে কাজ করছেন দুই বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালের ডিসেম্বরে ওপার বাংলার জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জির গলায় মালা পরান তিনি। এরপর থেকে দু’জনের বয়সের পার্থক্য নিয়ে অনেক কটূক্তি শুনতে হয় তাকে। এতদিন এসব নিয়ে চুপ থাকলেও এবার মজার ছলে মুখ খুললেন তারা। গতকাল ৪৬ বছর পূর্ণ করলেন সৃজিত। স্বামীর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী মিথিলা। ইনস্টাগ্রামে সৃজিতের সঙ্গে একটি ছবি প্রকাশ করে লিখেছেন, শুভ জন্মদিন। সেখানে আবারো আলোচনায় চলে আসে সৃজিত-মিথিলার বয়সের পার্থক্য। তবে সম্প্রতি বয়স প্রসঙ্গে সরাসরি স্বামীর কাছে প্রশ্ন রেখেছিলেন মিথিলা। অভিনেত্রীর উপস্থাপনায় ‘আমার আমি’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সৃজিত। সেখানেই স্ত্রীর কথামতো নিজের আসল বয়স জানান তিনি। সৃজিত বলেন, আমার মায়ের ২৫ বছর বয়স থেকেই চুল পাকতে শুরু করে। জিনগতভাবে সেটা আমার মাঝেও রয়েছে। এতে আমার কোনো হাত নেই। অন্যদিকে মিথিলার বয়স ৪০ বছর। সে হিসেবে এই দম্পতির বয়সের পার্থক্য মাত্র ৬-৭ বছর। এ প্রসঙ্গে খুনসুটি করে মিথিলা বলেন, ওর আসল বয়স ছয় কী সাড়ে ছয় বছর। আমার মেয়ে আয়রার সঙ্গে যখন ওকে দেখি, তখন এটাই মনে হয়।