বিনোদন
এবার আরবি ও তুর্কি গানে রানা ও তাবিব
স্টাফ রিপোর্টার
(২ মাস আগে) ২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৪:২৯ অপরাহ্ন

কদিন আগের বলিউডের জন্য গান করেছেন তাবীব মাহমুদ ও গল্লিবয় রানা। এবার জানা গেল নতুন খবর। কামরাঙ্গীরচরের বস্তি থেকে উঠে আসা র্যাপার ‘গল্লিবয়’ খ্যাত রানা এবার আরবি ও তুর্কি ভাষায় গান নিয়ে আসছে।
তাবীব এ প্রসঙ্গে বলেন, আমরা দুজনই আরবি ভাষা বিষয়ে পড়াশোনা করছি। পাশাপাশি ইংরেজি ভাষা শেখাচ্ছি রানাকে। এখান থেকে আমার মনে হলো ভাষাশিক্ষাকে কাজে লাগানো উচিত। এতে আমরা গান দিয়ে আরও বেশি মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারব। যে কারণে আমরা এখন বাংলার পাশাপাশি আরবি ও তুর্কি ভাষায় প্রথম গান করেছি। গানটির মিউজিক ভিডিও তিন দেশে শুটিং করতে চাই।
তাবীব-রানার ‘চাপ নাই’ শিরোনামের একটি গান যুক্ত হয়েছে বলিউডের ‘কালা’ ওয়েব সিরিজ। থিম সং হিসেবে ব্যবহৃত হয়েছে গানটি। সিরিজের প্রমোতে শোনা গেছে গানটি।
মন্তব্য করুন
বিনোদন থেকে আরও পড়ুন
বিনোদন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]