কলকাতা কথকতা
কানাডায় পড়তে যাওয়া তিন লাখ ১৯ হাজার ভারতীয় ছাত্র-ছাত্রীর কী হবে?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ মাস আগে) ২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ২:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন
ভারত এবং কানাডার সম্পর্ক, মুখে যে যাই বলুন, একদম যে তলানিতে এসে ঠেকেছে তা বলে দেয়ার অপেক্ষা রাখে না। কানাডায় এই মুহূর্তে ভারতীয় প্রায় তিন লাখ ১৯ হাজার ছাত্র-ছাত্রী আছে। তাদের ভবিষ্যৎ ভেবে উদ্বিগ্ন অভিভাবকরা। তিন লাখ ১৯ হাজারের মধ্যে শতকরা প্রায় ৮৯ শতাংশ উচ্চশিক্ষা লাভের জন্য কানাডায় গেছে। এখনও যদিও এইসব শিক্ষার্থীরা গুরুতর কোনও সমস্যায় পড়েনি। কিন্তু, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে পড়তে কতক্ষণ? সেই কারণেই উদ্বিগ্ন অভিভাবকরা। ভারতীয় শিক্ষার্থীরা ২০২১-২০২২ সালে সে দেশের শিক্ষা ভাণ্ডারকে ৪৯০ কোটি ডলার দিয়েছে। এই টাকা ওয়াইপড আউট হয়ে গেলে কানাডার শিক্ষা ব্যবস্থায় একটা বড় সংকট দেখা দিতে পারে।
তাই, অনেকের অনুমান ভারত-কানাডার সম্পর্ক যাইহোক, শিক্ষা ব্যবস্থায় তার আঁচ পড়বে না। ভারত-কানাডার সম্পর্কের শৈত্যের জন্য আর একটি ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। আর তা হলো বাণিজ্যিক ক্ষেত্র।
পাঠকের মতামত
কানাডার সরকার অন্তত নীরিহ ছাত্রদের উপর প্রতিশোধ মূলক ভিসা নিষেজ্ঞা প্রয়োগ করবে না ।
উন্নত পশ্চিমা দেশের বৈশিষ্ট্য মানবতাবোধ। কানাডাও সে ধরনের মূল্যবোধ ধারণ করে । উগ্র মস্তিষ্ক এশিয়া ও উন্নয়ন শীল দেশের মানুষের বৈশিষ্ট্য। ভারতের বিজেপি নেতাদের উগ্র আচরন সাম্প্রদায়িক মনোভাব কারো অজানা নয়। তাই উগ্র সিদ্ধান্ত নিয়েছেন মোদি - ভিষা নিষেধাজ্ঞা আরোপ করে । কানাডার সরকার অন্তত নীরিহ ছাত্রদের উপর প্রতিশোধ মূলক ভিসা নিষেজ্ঞা প্রয়োগ করবে না । এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। অন্য শ্রেণীর লোকের উপর প্রয়োগ করলে ও।
মন্তব্য করুন
কলকাতা কথকতা থেকে আরও পড়ুন
কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]