খেলা
নাসরের রোমাঞ্চকর জয়ে রোনালদোর জোড়া গোল
স্পোর্টস ডেস্ক
(২ মাস আগে) ২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১২:৪১ অপরাহ্ন

সৌদি প্রো লীগে ক্রিস্টিয়ানো রোনালদো উড়েই চলেছেন। প্রথম দুই ম্যাচে হারা আল নাসরকে রীতিমতো অপ্রতিরোধ্য বানিয়ে তুলছেন এই পর্তুগিজ সুপারস্টার। গতকাল রাতেও দলের জয়ে জোড়া গোল করে সামনে থেকে নেত্বতৃ দিলেন নাসর অধিনায়ক।
গতকাল সৌদি প্রো লীগে আল আহলিকে ৪-৩ গোলে হারিয়েছে আল নাসর। রোনালদো ছাড়াও নাসরের হয়ে জোড়া গোল করেন তালিসকা।
এদিন ঘরের মাঠে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় আল নাসর। সাদিও মানের বাড়ানো বলে নিখুঁত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন রোনালদো। লীগে এই নিয়ে টানা ৫ ম্যাচে গোল করলনে ৫ বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। তবে দর্শকদের ছাড়া ধোঁয়ায় রোনালদোর শট হয়তো ঠিকমতো দেখতে পারেননি আল আহলি গোলরক্ষক এদুয়া মেন্দি। এমনকি দর্শকেরাও রোনালদোর এই গোল উপভোগ করতে পেরেছেন কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে।
১৭তম মিনিটে আল নাসরের হয়ে ব্যবধান দ্বিগুন করেন আন্দেরসন তালিসকা। ফ্রাঙ্ক কেসি ৩০তম মিনিটে আল আহলির পক্ষে এক গোল শোধ করেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে আল আহলিকে ম্যাচে ফেরান মাহরেজ। এবারও ব্যবধান আবার বাড়াতে মোটেও সময় লাগেনি নাসরের। নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৪-২ করেন রোনালদো। সব মিলিয়ে চলতি লীগে ৫ ম্যাচে রোনালদোর গোল সংখ্যা হয়ে গেলো ৯। একই সময়ে সতীর্থদের দিয়ে আরও ৪টি গোল করিয়েছেন তিনি।
নির্ধারিত সময় শেষ হওয়ার তিন মিনিট আগে গোল করে ব্যবধান ৪-৩ করেন আহলির ফেরাস আলব্রিকান। শেষদিকে জমে ওঠে ম্যাচ। তবে শেষ পর্যন্ত সমতাসূচক গোলের দেখা পায়নি আহলি।
এই জয়ে ৭ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে উঠে এসেছে আল নাসর। আল আহলি সমান ম্যাচে একই পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থেকে ৬ নম্বরে ।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]