কলকাতা কথকতা
তিন ভারতীয় খেলোয়াড়ের ভিসা বাতিল, চীনের সিদ্ধান্তে কঠোর ভারত
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ১০:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন
চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে অরুণাচলের তিন উশু খেলোয়াড়ের ভিসা বাতিল করার সিদ্ধান্তে কড়া পদক্ষেপ নিলো ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি এই খবর জানিয়ে বলেছেন, এতদ্বারা চীন অরুণাচল প্রদেশের কর্তৃত্ব কোনওদিন নিতে পারবে না। অরুণাচল ভারতের ছিল এবং থাকবে। অরিন্দম বাগচি জানান, চীন সরকারের এই আচরণের প্রতিবাদস্বরূপ ভারতীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর এশিয়ান গেমস বয়কট করছেন। তিনি চীন সফরে যাচ্ছেন না।
উল্লেখযোগ্য, ভারতীয় উশু দলের সদস্য অরুণাচল প্রদেশের খেলোয়াড়রা এশিয়ান গেমস কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছিলেন। কিন্তু নয়াদিল্লি থেকে হংকং হয়ে চীন যাওয়ার জন্য তারা দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে জড়ো হওয়ার পর ভিসা বাতিলের খবরটি পান। তিন খেলোয়াড়ই দৃশ্যত মানসিকভাবে ভেঙে পড়েন। এক উশু খেলোয়াড় মানফু ল্যাংমুর দাদা গান্ধী ল্যাংমু অভিযোগ করেন, সেই দিনের পর থেকে ভাইয়ের মোবাইল বন্ধ। তার কোনও খোঁজ নেই।