কলকাতা কথকতা
টিভি চ্যানেলে সাম্প্রদায়িকতা বন্ধে নবান্নের নির্দেশ
জয়ন্ত চক্রবর্তী, কলকাতা
(১১ মাস আগে) ১৪ জুন ২০২২, মঙ্গলবার, ১০:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:১৩ অপরাহ্ন

কিছু চ্যানেল সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, ডিবেটে এমন ভাষা ব্যবহার করছে যার ফলে হিংসা বাড়ছে। এমন টিভি চ্যানেলগুলির সম্প্রচার প্রয়োজনে বন্ধ করুন। নবান্ন থেকে এই মর্মে একটি নির্দেশনামা গেছে কেবল টিভি অ্যাসোসিয়েশনের কাছে। কেবল টিভি অ্যাক্টের কথা স্মরণ করিয়ে দিয়ে এই নির্দেশনামায় বলা হয়েছে যে টিভিতে সাম্প্রদায়িক কথা বলা নিষিদ্ধ সেই কথা মনে রেখেই এই নির্দেশ। বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বিষয়টিকে প্রেস সেন্সরশিপের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, রাজ্য সরকার এখন কে কি দেখাবে তাও ঠিক করে দিতে চাইছে, এটা শোভন বা সংগত নয়। এদিকে সংখ্যালঘু সংগঠনগুলো আজ রানী রাসমণি রোডে কেন্দ্রীয় সমাবেশ ডেকেছে। এই সমাবেশ ঘিরে কলকাতা পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রেখেছে।