খেলা
মেসি-রোনালদোকে দেখে অনুপ্রাণিত কেইন
স্পোর্টস ডেস্ক
(২ মাস আগে) ২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ১১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৪৩ অপরাহ্ন

নতুন ঠিকানায় সুখেই আছেন হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখে যোগ দিয়ে ধারাবাহিক পারফর্ম করছেন এই ইংলিশ ফরোয়ার্ড। গত জুলাইয়ে ৩০ বছরে পা রাখা কেইনের ছন্দের রহস্য কী? টটেনহ্যাম হটস্পারের সাবেক তারকা জানালেন, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর কাছ থেকে অনুপ্রাণিত তিনি।
গত জুনে ৩৫ বছর পূর্ণ হয়েছে লিওনেল মেসির বয়স। ফেব্রুয়ারিতে ৩৮ বছর হয় ক্রিস্টিয়ানো রোনালদোর। তবে দুই সুপারস্টারের পারফরম্যান্সে নেই বয়সের ছাপ। ইএসপিএনকে দেয়া সাক্ষাৎকারে হ্যারি কেইন বললেন, ত্রিশোর্ধ্ব বয়সেও যে পারফর্ম করা যায়, এই মানসিকতাটা তৈরি করেছেন মেসি ও রোনালদোই। কেইন বলেন, ‘তারা (মেসি-রোনালদো) ২০ বছরে যে পারফরম্যান্স দেখিয়েছেন, ত্রিশ পেরিয়েও তেমনই আছেন।’
কেইন বলেন, ‘আমি সবে ত্রিশে পা রেখেছি। এটা ভেবে আমি রোমাঞ্চিত হই যে, যদি নিজেকে শারীরিক এবং মানসিকভাবে ফিট রাখি, আরো কিছু বছর উঁচু স্তরের ফুটবল চালিয়ে যেতে পারব।’
গত জানুয়ারিতে ইউরোপিয়ান ফুটবল ছেড়ে সৌদি প্রো লীগের দল আল নাসর এফসিতে যোগ দিয়ে দুর্দান্ত ছন্দে আছেন রোনালদো। কিছুদিন আগেই দলটিকে আরব ক্লাব চ্যাম্পিনস কাপ জেতান পর্তুগিজ মহাতারকা।
এদিকে গত জুলাইয়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়ে ক্লাবটিকে ইতিহাসের প্রথম শিরোপা লীগস কাপ জেতান আর্জেন্টাইন সুপারস্টার মেসি। হ্যারি কেইন বলেন, ‘মেসি ও রোনালদো এই (ত্রিশের পরও ছন্দ দেখানোর) মানসিকতাটা ছড়িয়ে দিয়েছে।
কেইন বলেন, ‘আমার জন্য, ক্যারিয়ারের দ্বিতীয়ার্ধ এটি। প্রথমার্ধে দুর্দান্ত খেলেছি। এখন কি দ্বিতীয়ার্ধে তার চেয়েও ভালো করতে পারি না?’
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]