ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

কলকাতা কথকতা

কলকাতার বাজারে বাংলাদেশের ইলিশ

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(১ বছর আগে) ২২ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ১০:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন

mzamin

শুক্রবার সকাল থেকেই ‘তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই...’- এই আর্ত আওয়াজের অবসান হলো। বৃহস্পতিবার বিকেলে বেনাপোল-পেট্রাপোল হয়ে বাংলাদেশের সরকারি ইলিশ ঢুকেছে পশ্চিমবঙ্গে। তিন হাজার ন’শো মেট্রিকটন অনুমোদিত ইলিশের মধ্যে ৪০ মেট্রিকটন ইলিশ ঢুকেছে বাংলায়। শুক্রবার সকাল থেকে লেক মার্কেট, গড়িয়াহাট মার্কেট, মানিকতলা মার্কেটে পদ্মার ইলিশের ঢল।  ওজন ৭০০ গ্রাম থেকে শুরু করে দেড় কেজি। ১৩০০ টাকা কিলো দরে কলকাতায় বিক্রি হচ্ছে পদ্মার ইলিশ। লেক মার্কেটে গঙ্গার ইলিশ প্রায় ১৮০০ টাকা কিলো। সেখানে পদ্মার ইলিশের দাম কম কিভাবে? লেক মার্কেটের পাইকারি ইলিশ ব্যবসায়ী সঞ্জীব সেন জানালেন, দাম নির্ভর করে সরবরাহর ওপর। বাংলাদেশ থেকে যখন আরও ইলিশ আসবে তখন দাম আর একটু কমবে বলে সঞ্জীব বাবুর ধারণা। বৃহস্পতিবার বিকেলে ১৩টি ট্রাকে ৪০ টন ইলিশ এসে পৌঁছায় সীমান্তের এপারে।

৩০ অক্টোবর পর্যন্ত নিয়মিত চালান আসবে। তারপর চালান বন্ধ হবে। তিন হাজার ৯০০ টনের জন্য ৬৯ জন রপ্তানিকারক  ৫০ টন করে রপ্তানি করবেন। বাংলাদেশ সরকার কঠোর নজর রাখছে ভারতে পূজার উপহারে এবার যেন আর কোনও বিঘ্ন না ঘটে।

গতবছর দুহাজার ৯০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন থাকলেও শেষমেশ পৌঁছায় ১৩০০ টন ইলিশ। তাই, এবার কোনও ফাঁকফোকর রাখতে চাইছে না বাংলাদেশ সরকার। লেক মার্কেটের ইলিশ ব্যবসায়ীদের একটিই ভয়-পেট্রাপোল সীমান্ত থেকেই না পদ্মার আসলি মাল বিদেশে চলে গিয়ে ছাঁট মাল বাজারে না আসে!

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status