কলকাতা কথকতা
গাড়ি চালিয়ে কলকাতায় ঘুরছেন ঋতুপর্ণা সেনগুপ্ত
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ২১ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ২:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৩৯ পূর্বাহ্ন

পঞ্চাশেও তিনি সমান আকর্ষণীয়। তার লাবণ্য অফুরান। দুই বাংলাতেই তিনি সমান জনপ্রিয়। ঋতুপর্ণা সেনগুপ্ত চুটিয়ে ছবি করে চলেছেন। দাবার বাঙালি গ্রান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায় এর সেমি বায়োপিক দাবারুর শুটিং শেষ করেছেন সম্প্রতি। এখন ঋতুপর্ণা দেদার গাড়ি চালিয়ে ঘুরছেন। বরাবর তাকে শোফার বাহিত গাড়িতেই লোকে দেখতে অভ্যস্ত। হঠাৎ নিজেই চালকের আসনে কেন? জানা গেল, আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স আছে ঋতুপর্ণার। প্রায়ই তাকে সিঙ্গাপুর উড়ে যেতে হয় স্বামী সঞ্জয় ও সন্তানের কাছে। সেখানেও গাড়ি চালান ঋতুপর্ণা মনের খুশিতেই। কলকাতায় এই যে তিনি চালকের আসনে সেটাও স্বেচ্ছায়; কখনও সখনও। ইদানীং অবশ্য ইচ্ছাটা এতটাই প্রবল হচ্ছে যে প্রায়ই স্টিয়ারিং এর পিছনে বসতে দেখা যাচ্ছে তাকে।
এমনিতে নাচের দল ভাবনা, আজ-কাল নিজের এনজিও আর ফিল্মের শুটিং নিয়ে ব্যাস্ততায় সময় কেটে যাচ্ছে। সময় ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে ঋতুপর্ণা অবশ্য একেবারেই পেশাদার নন। পূর্ব নির্ধারিত আপয়েন্টমেন্টও পৌঁছান ন্যূনতম তিন ঘণ্টা বিলম্বে। এই প্রসঙ্গে এক সাংবাদিকের অভিজ্ঞতা দুরন্ত। তার সঙ্গে ঋতুপর্ণার যে সময় এপয়েন্টমেন্ট ছিল ঠিক সেই সময় ঋতুপর্ণকে ফোন করতে তিনি বলেন, আসছেন এখনই। ঋতুপর্ণা আসেন তিনঘন্টা বিলম্বে। সাংবাদিক পরে জানতে পারেন যে তিনি যখন নায়িকাকে ফোন করেছিলেন তখন ঋতুপর্ণা দিল্লি কলকাতা ফ্লাইটে বোর্ড করছেন! এই ঋতুপর্ণা এখন নিজেই ড্রাইভ করছেন। আপয়েন্টমেন্ট এর সময় ঠিক রাখার জন্যেই কি?