বিনোদন
রাজকে ডিভোর্স লেটার পাঠালেন পরীমনি
স্টাফ রিপোর্টার
(২ মাস আগে) ২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

আলোচিত চিত্রনায়িকা পরীমনি তার স্বামী অভিনেতা শরিফুল রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন। সোমবার (১৮ই সেপ্টেম্বর) তিনি এই ডিভোর্স লেটারটি পাঠান বলে জানা গেছে। কয়েক মাস ধরেই এই তারকা দম্পতির দাম্পত্যজীবন খুব একটা ভালো যাচ্ছিল না। বিশেষ করে মাস কয়েক আগে শরিফুল রাজের ফেসবুক প্রোফাইল থেকে তার সঙ্গে অভিনেত্রী তানজীন তিশা, সুনেরাহ বিনতে কামাল ও তুষির কিছু ছবি ও ভিডিও প্রকাশের পর থেকে তাদের সম্পর্কের আরও অবনতি ঘটে।
তার পর পরই পরীমনি জানিয়েছিলেন, রাজের সঙ্গে আর থাকতে চান না। একই সুরে কথা বলেছিলেন রাজও। এদিকে তিনদিন আগে এক ফেসবুক পোস্টে পরীমনি লিখেছিলেন, কালকের দিনটা আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি দিন! আল্লাহ ভরসা। এরপর থেকে অনেকেই ধারণা করছিলেন, পরীমনি তার স্বামী শরিফুল রাজকে ডিভোর্স দিবেন।
উল্লেখ্য, ২০২২ সালের ২১ জানুয়ারি হলুদ অনুষ্ঠানের পর ২২ জানুয়ারি রাতে ঘরোয়া আয়োজনে শরিফুল রাজ-পরীমনির বিয়ে হয়। অতিথির তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। সঙ্গে দুই পরিবারের স্বজনরা। রাজ-পরীমনির ঘরে রাজ্য নামের ১৩ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।
।পাঠকের মতামত
ওদের জন্য এটাই স্বাভাবিক।
এদের আবাার ডিপোজ লেটার!বিয়েই কি?আর ভাঙ্গন!
ভালই হয়েছে দুজনের ক্ষেত্রেই ভালো হয়েছে। এখন স্বাধীন। আসলে মাথায় একবার ডিভোর্সের নেশা আসলে তা ডিভোর্স না দেওয়া পর্যন্ত মাথা খারাব ই থাকে। তাছাড়া তাদের বয়স কম, বিয়ে করে ফষ্টিনষ্টি করা একটু বাধা সাপেক্ষ। এখন দুজনই ফ্রী মুভমেন্ট করতে পারবে প্রয়োজন হলে বিয়ে ছাড়াই বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হিসাবে উপভোগও করতে পারবেন। দোয়া রইলো।
Good job.. do not stick in one. You deserve more and more. We are eggerly waiting for you.
সবাই আলহামদুলিল্লাহ পড়েন কারণ চিত্র জগতে ও বাহিরে বহু ঘটনার জন্মদাতা এবং বহু বিবাহর নায়িকা পরীমনির কবল থেকে শরিফুল রাজ অনেক কস্টে মুক্তি পেয়েছেন বলে তাই রাজের প্রতি অনুরোধ নিজের কাজের প্রতি মনোযোগ ও শ্রদ্ধাশীল হউন এবং পরীমনির মতো নারী দের থেকে দূরত্ব বজায় রাখুন।
মন্তব্য করুন
বিনোদন থেকে আরও পড়ুন
বিনোদন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]