অনলাইন
এডিসি হারুন কাণ্ড
দ্বিতীয় দফায় তিন দিনের সময় বাড়ল তদন্তে
স্টাফ রিপোর্টার
(৩ দিন আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ১০:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৫২ পূর্বাহ্ন

শাহবাগ থানা হেফাজতে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গঠন করা তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের সময় আরও তিনদিন বাড়ানো হয়েছে। মঙ্গলবার তদন্ত কমিটি ডিএমপি কমিশনারের কাছে সাতদিনের আবেদন করলে কমিশনার তিনদিন সময় মঞ্জুর করেন। ডিএমপি মিডিয়ার পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ছাত্রলীগ নেতাদের থানায় এডিসি হারুন ও থানা পুলিশ কর্তৃক নির্যাতনের ঘটনায় ডিএমপি কমিশনার তদন্ত কমিটি গঠন করে দুই দিনের ভেতরে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কিন্তু দুই দিনের মধ্য প্রতিবেদন দিতে ব্যর্থ হয়ে ফের ৫ দিনের সময় চেয়ে আবেদন করে তদন্ত কমিটি। পরে কমিশনার তাদের আবেদন মঞ্জুর করেন। মঙ্গলবার তাদের প্রতিবেদন দাখিলের শেষ দিন ছিল। কিন্তু কমিটি প্রতিবেদন দাখিল না করে আবার সময় বৃদ্ধির আবেদন করে।
বারডেম হাসপাতালে একটি ঘটনাকে কেন্দ্র করে ফজলুল হক হল ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন নাঈম ও কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে থানায় ধরে এনে নির্যাতন করেন তৎকালীন এডিসি (সাময়িক বরখাস্ত) হারুন অর রশীদ ও থানা পুলিশের সদস্যরা। এতে নাঈম গুরুতর আহত হন।