ঢাকা, ১১ মে ২০২৫, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

দুই ম্যাচের জন্য টাইগারদের প্রধান কোচ পোথাস

স্পোর্টস রিপোর্টার
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার
mzamin

এশিয়া কাপের আগে টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ছুটিতে থাকায় বাংলাদেশ দলের ক্যাম্প পরিচালনা করেছিলেন নিক পোথাস। এবার দুটি ম্যাচে সরাসরি প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে এই সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারকে। প্রধান কোচ হাথুরুসিংহে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে থাকবেন ছুটিতে। এশিয়া কাপ শেষে বাংলাদেশ দল যখন দেশে ফিরে এসেছে, তখন তিনি থেকে গিয়েছিলেন নিজ দেশ শ্রীলঙ্কাতেই। সেখান থেকে অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে দেখা করে নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। হঠাৎ বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ এই সিরিজে প্রধান কোচের ছুটির কারণ হিসেবে জানা গেছে তার স্ত্রীর অস্ত্রোপচার হতে পারে।  যে কারণে তার অবর্তমানে নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে থাকবেন সহকারী কোচ নিক পোথাস। গতকাল ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, ‘চন্ডিকা হাথুরুসিংহে নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচে থাকবেন না। তাঁর স্ত্রীর মেজর সার্জারি আছে। ২৫ তারিখে তিনি আসবেন। ২৬ তারিখে দলের সঙ্গে যোগ দেবেন। তার জায়গায় অন্তর্বর্তীকালীন প্রধান কোচ থাকবেন নিক পোথাস।’
নিউজিল্যান্ডের বিপক্ষে কাল  প্রথম ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে। পরের দুটি ওয়ানডে ২৩ ও ২৬ তারিখে। এ সিরিজ শেষে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যাবে ভারতে। ২৭শে সেপ্টেম্বর সাকিবদের ভারতের বিমান ধরার কথা জানান জালাল ইউনুস। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এখান থেকেই যাবে ভারতে বিশ্বকাপ মিশনে। অন্যদিকে এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করেনি। যদিও জালাল উইনুস জানিয়েছেন কিউইদের বিপক্ষে  প্রথম দুই ওয়ানডে ম্যাচ দেখার পরই তারা বিশ্বকাপের দল ঘোষণা করবেন।  তিনি বলেন, ‘২৫ তারিখে দেওয়া যায় কি না দেখবো। ২৬ তারিখ অবশ্যই পাবেন।’ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে আজ রয়েছে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক অনুশীলন । এশিয়া কাপ থেকে ফিরে দলকে বিশ্রামে রাখা হয়েছিল। অবশ্য কিউইদের বিপক্ষে বাংলাদেশও মাঠে নামাচ্ছে দ্বিতীয় সারির দল। দলে নেই অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদরা। তবে দলে ফিরেছেন দুই সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল ও মাহমুুদউল্লাহ রিয়াদ।

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status