খেলা
বাবরের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে শাহীন আফ্রিদির বার্তা
স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবারফেভারিটের তকমা নিয়ে এশিয়া কাপে অংশ নেয় পাকিস্তান। তবে শিরোপা জয় তো দূরের কথা, ফাইনালেই পৌঁছাতে পারেনি ‘গ্রিন ক্যাপ’রা। দলের ব্যর্থতায় সতীর্থদের ওপর নাকি ক্ষোভ ঝারেন বাবর আজম। এতে অধিনায়কের সঙ্গে পেসার শাহীন শাহ আফ্রিদির ঝগড়া হয় বলে খবর বের হয়। এবার সতীর্থ বাবরকে নিয়ে বার্তা দিলেন শাহীন।
বাবর আজমের সঙ্গে দাবা খেলছেন, এমন একটি ছবি নিজের এক্স অ্যাকাউন্ট (টুইটারের নতুন নাম) থেকে পোস্ট করে শাহীন শাহ আফ্রিদি লিখেন, ‘ফ্যামিলি।’ পোস্টের মাধ্যমে শাহীন আফ্রিদি বোঝাতে চেয়েছেন যে, অধিনায়ক বাবরের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই তার।
নেপালকে ২৩৮ রানে বিধ্বস্ত করে এশিয়া কাপ যাত্রা শুরু করে পাকিস্তান। ভারতের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত গ্রুপপর্বের বাবর আজমদের দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হলেও সুপার ফোরে পৌঁছে ‘ম্যান ইন গ্রিন’রা। দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশকে ৭ উইকেটে হারায় পাকিস্তান। এরপরই ছন্দপতন। ভারতের বিপক্ষে ২২৮ রানের হারের পর শ্রীলঙ্কার কাছে ২ উইকেটে হেরে এশিয়া কাপ যাত্রা থামে পাকিস্তানের।
পাকিস্তানি গণমাধ্যমগুলোর খবর, শ্রীলঙ্কা ম্যাচের পর টিম মিটিংয়ে তর্কাতর্কিতে জড়িয়েছিলেন অধিনায়ক বাবর আজম ও পেসার শাহীন শাহ আফ্রিদি। পাকিস্তানি গণমাধ্যম বোল নিউজের প্রতিবেদনে বলা হয়, ড্রেসিংরুমে অধিনায়ক বাবর বলেছেন, তাদের দলের খেলোয়াড়েরা দায়িত্ব নিয়ে খেলছেন না।
যদিও পুরো বিষয়টি অস্বীকার করেন পাকিস্তানের এক সিনিয়র ক্রিকেটার। নাম প্রকাশে অনিচ্ছুক সেই খেলোয়াড় ‘ক্রিকেট পাকিস্তান’কে বলেন, ‘টিম মিটিংয়ে সবাই তাদের চিন্তাভাবনা শেয়ার করে। টিম মিটিংয়ে তর্কাতর্কি হয়েছে, এমন খবরের কোনো সত্যতা নেই। সবাই একসঙ্গে টিম মিটিং করেছে, অনেকে তো একই ফ্লাইটে (শ্রীলঙ্কা থেকে) পাকিস্তানেও ফিরেছে।’
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন
খেলা সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]