কলকাতা কথকতা
স্ত্রী নির্যাতনের মামলায় জামিন পেলেন শামি
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ সপ্তাহ আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৮:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:২৪ পূর্বাহ্ন

পরনে জিন্স এর ট্রাউজার আর টি শার্ট। দেখে বোঝার জো নেই যে এই যুবকটিই এখন দেশের হার্টথ্রব। ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মোহাম্মদ শামি দাদা হাসিব আহমেদকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন কলকাতার আলিপুর আদালতে বিচারপতির এজলাসে। তাঁর বিরুদ্ধে বধূ নির্যাতনের যে মামলাটি চার বছর আগে এনেছিলেন তাঁর স্ত্রী হাসিন জামান, সেই মামলায় তাঁর জামিনের আবেদনের শুনানি ছিল। আলিপুর কোর্টে ভিড় উপচে পড়েছিল শামিকে দেখার জন্যে। বিশ্বকাপ ক্রিকেটের আগে তিনি স্বস্তি পেলেন।
আলিপুর আদালতের বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট শামির জামিনের আবেদন মঞ্জুর করেন। মামলাটি দীর্ঘদিন ঝুলে রয়েছে শামি জাতীয় দলের হয়ে ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকায়। মঙ্গলবার আবেদনে শামি এই কথাও জানান। তিনি আবেদন জানিয়ে বলেন, যেহেতু তিনি বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকবেন তাই যেন তাঁর জামিনের আবেদন মঞ্জুর করা হয়।
কলকাতায় ঘরোয়া ক্রিকেট খেলার সময় উত্তরপ্রদেশের বাসিন্দা মোহাম্মদ শামির সঙ্গে পরিচয় হয় বিউটিশিয়ান হাসিন জামানের। তাদের একটি কন্যা সন্তানও হয়।
শামি পাল্টা অভিযোগ জানান হাসিন জামানের চরিত্র নিয়ে। হাসিন জামানের অভিযোগ ক্রমে মোহাম্মদ শামি ও তাঁর দাদার বিরুদ্ধে জামিনযোগ্য ওয়ারেন্ট ইস্যু করে কলকাতা পুলিশ। সেই মামলাতেই শামি আজ আদালতে সশরীরে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন এবং তা মঞ্জুরও হয়।
মন্তব্য করুন
কলকাতা কথকতা থেকে আরও পড়ুন
কলকাতা কথকতা সর্বাধিক পঠিত
সৌরভের আশ্চর্য রূপান্তর/ ছিলেন ক্রিকেটার, হয়ে গেলেন শিল্পপতি
দিল্লি হাইকোর্টের চাঞ্চল্যকর রায়/ বিয়ের পর যৌন সম্পর্কে লিপ্ত না হওয়াটা নিষ্ঠুরতার শামিল

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]