অনলাইন
রাজধানীতে প্রাইভেটকার থামিয়ে প্রকাশ্যে গুলি
অনলাইন ডেস্ক
(৪ দিন আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের বিজি প্রেস এলাকায় প্রাইভেটকার থামিয়ে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। এতে এক পথচারী গুলিবিদ্ধসহ আহত হয়েছেন আরও দুজন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ পথচারীরা হলেন- ভুবন চন্দ্র শীল (৪৫) আহতরা হলেন- মামুন (৫৪) ও আরিফুল হক (৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম।
তিনি গণমাধ্যমকে বলেন, গতকাল রাত নয়টার দিকে মগবাজার এলাকার পিয়াসা বার হতে প্রাইভেটকারে করে মামুন, খোকন ও মিঠু নামে তিনজন শেরেবাংলা নগর থানার শুক্রাবাদ এলাকায় যাচ্ছিলেন। এসময় তেজগাঁও শিল্পাঞ্চল থানার সিটি পেট্রোল পাম্প ও বিজি প্রেসের মাঝামাঝি স্থানে এলে চারটি হোন্ডায় ৭- ৮ জন সন্ত্রাসী মামুনকে লক্ষ্য করে গুলি করে। গাড়ি থেকে মামুন, মিঠু ও খোকন নেমে পড়লে মামুনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এসময় পথচারী ভুবন চন্দ্র শিলের মাথায় গুলি লাগে এবং আরও এক পথচারী আরিফুল হক আহত হন। পরে তাদেরকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগে নিয়ে আসা হয়।
তিনি আরও বলেন, ভুবন চন্দ্রশীলকে পরে রাজধানীর পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত মামুন ও আরিফুল ইসলাম চিকিৎসা নিয়ে চলে গেছেন।
এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেন, সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি সন্ত্রাসী মামুন। পিয়াসা বার থেকে ফেরার পথে তার মাইক্রোতে হামলা হয়। ২০ বছর জেল খেটে বের হয়েছেন। সন্ত্রাসী ইমন জেলে মামুনকে হুমকি দিয়েছিল। সন্ত্রাসী ইমনের লোকজন মামুনের ওপর হামলা করছে বলে ধারণা করছি।
পাঠকের মতামত
রাজধানীতে প্রাইভেটকার থামিয়ে প্রকাশ্যে গুলি / এটি চলমান রাজনীতির শিক্ষা। সরকার দলে বলে ঐ শিক্ষার উপর ভর করে আছে, খুড়িয়ে খুড়িয়ে চলছে আরো চলতে চায়। তাই এসব ময়দানের প্রাকটিস চলমান আছে। মিথ্যাবাজি ও হামলা মামলা, ধর মার কাটো গুলি করা ব্যতীত শান্তির আর কোন পথ সরকারের জানা নেই। তবে কথায় কথায় মুখে উচ্চারণ করে শান্তির বয়ানে চালায় গুলি, বিদ্ধ করে গোটা জাতির বুক ঝরঝরা করে। লিস্ট ধরে কারাগারে ভরে। এটিই শিখেছে দীর্ঘ কয় যুগ ধরে।