ঢাকা, ১৮ মে ২০২৪, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অনলাইন

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নিউ ইয়র্কে আওয়ামী লীগ- বিএনপি'র পাল্টাপাল্টি

সিদ্দিকুর রহমান সুমন, নিউ ইয়র্ক থেকে

(৭ মাস আগে) ১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার, ১২:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৩৩ অপরাহ্ন

mzamin

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ১৭ই সেপ্টেম্বর রাত ১০টা ৪২ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট (বিএ ১৫৯৩) নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।  নিউ ইয়র্ক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান। পরে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ম্যানহাটনের একটি অভিজাত হোটেলে নিয়ে যাওয়া হয়।

আগামী ২২ শে সেপ্টেম্বর ৭৮তম অধিবেশনে তিনি ভাষণ দেবেন।
এদিকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছানোর আগেই প্রতি বছরের মতো এবারও চার নম্বর টার্মিনালের বাইরে মুখোমুখি অবস্থান নেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা। আনন্দ ও প্রতিবাদ সমাবেশে পক্ষে-বিপক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা টার্মিনাল এলাকা। প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইটটি যখন অবতরণ করে তখন বাইরে পক্ষে-বিপক্ষে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীকে বরণ করতে আসা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রোববার সন্ধ্যা থেকেই জেএফকে বিমানবন্দরে জড়ো হন। তারা নানা স্লোগান দিতে থাকেন। টার্মিনালের আরেক পাশে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনগুলো প্রতিবাদসহ বিক্ষোভ প্রদর্শন করেন। তবে রাত ৮টা পর্যন্ত সময়সীমা নির্দিষ্ট থাকায় বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশে উভয় দলের নেতাকর্মীরা যথা সময়ে ৪ নম্বর টার্মিনালের পার্কিংলটের স্থান ত্যাগ করেন।

বিজ্ঞাপন
রাত ৮টা পর্যন্ত সকল কর্মকাণ্ড বন্ধে পুলিশি নির্দেশনা ছিলো। 

তবে বিমানবন্দরের পাশাপাশি জ্যাকসন হাইটসেও মুখোমুখি অবস্থান নেয় দুই দল । স্লোগান- পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায় । সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রের দাবিতে শেখ হাসিনার সফরের বিরুদ্ধে বিক্ষোভ করে  বিএনপি। আর প্রধানমন্ত্রীকে সার্বজনীন সংবর্ধনা দেয়াসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে স্বাগত মিছিল করে  আওয়ামী লীগ। দুই দলের নেতা কর্মীদের তুমুল হট্টগোলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিউইয়র্ক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই পক্ষের মাঝে অবস্থান নেয়। ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন বাংলাদেশি ব্যবসায়ীরাসহ স্থানীয়রা।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

ইউকে-বাংলাদেশ ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তিতে সম্মত / বৃটেন থেকে ফেরত পাঠানো হবে ১১ হাজার বাংলাদেশিকে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status